সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) আগে পাকিস্তানের তিন স্টেডিয়ামই প্রস্তুত হয়ে যাবে। যাবতীয় সংশয় উড়িয়ে দাবি পাক বোর্ডের। পিসিবি বলছে লাহোর, রাওয়ালপিন্ডি এবং মুলতান, তিন স্টেডিয়ামই সময়মতো তৈরি হয়ে যাবে। এতে কোনও সংশয়ের জায়গা নেই। স্টেডিয়ামগুলির প্রস্তুতি বুঝে নিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগের ত্রিদেশীয় সিরিজ নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে পাক বোর্ড।
সম্প্রতি একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির ৪০ দিন আগেও চুড়ান্ত অপ্রস্তুত পাকিস্তানের দুই স্টেডিয়াম। লাহোরের গদ্দাফি ও করাচির ন্যাশনাল স্টেডিয়ামে দীর্ঘদিন ধরেই পুনর্নিমাণের কাজ চলছে। যে কারণে এই স্টেডিয়ামগুলোতে ঘরোয়া টুর্নামেন্টও হচ্ছে না। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ৩১ ডিসেম্বরের মধ্যে স্টেডিয়াম তৈরি হওয়ার কথা ছিল। সেই সময়সীমা অনেকদিন আগেই পেরিয়েছে। আশা করা হচ্ছিল, অন্তত ২৫ জানুয়ারির মধ্যে সব কাজ শেষ হবে। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট বলছে, ওই দুই স্টেডিয়ামই এখনও চূড়ান্ত অপ্রস্তুত। স্টেডিয়াম ঝাঁ-চকচকে হওয়া তো দূরের কথা, অনেক জায়গায় এখনও প্লাস্টারই বসেনি। এমনকী সাজঘর তৈরি হয়নি, মাঠও খেলার উপযুক্ত করতে পারেনি পিসিবি।
স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠা শুরু করেছে, সময়মতো আদৌ স্টেডিয়াম খেলার জন্য প্রস্তুত হবে তো? পাক বোর্ডের দাবি, সময়মতো স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাওয়া নিয়ে কোনও সংশয় নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি বলছেন, সময়ের আগেই স্টেডিয়াম তৈরি হয়ে যাবে। কাজ দ্রুতগতিতেই এগোচ্ছে। কাজ যে দ্রুতগতিতেই এগোচ্ছে সেটার প্রমাণ দিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে ত্রিদেশীয় সিরিজ পাকিস্তানের খেলার কথা, সেটা মুলতান থেকে সরিয়ে লাহোর এবং রাওয়ালপিন্ডিতে করানোর সিদ্ধান্ত নিয়েছে পাক বোর্ড।
আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে একটি ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসাবে পাক বোর্ড ওই সিরিজের আয়োজন করেছে। পাকিস্তান ছাড়া নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা খেলবে ওই সিরিজে। তিনটি দলই একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। ফাইনাল হবে ১৪ ফেব্রুয়ারি। ওই ম্যাচগুলি প্রথমে মুলতানে হওয়ার কথা থাকলেও এবার সেগুলি সরিয়ে লাহোর এবং রাওয়ালপিণ্ডিতে করা হবে। ওই সিরিজেই বোঝা যাবে কতটা প্রস্তুত পাকিস্তানের স্টেডিয়াম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.