Advertisement
Advertisement

Breaking News

Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে মরিয়া, ভারতীয় দর্শকদের জন্য বিশেষ ‘অফার’ পাক বোর্ডের!

এর আগে ভারতীয় দলকে 'ডেলি প্যাসেঞ্জারি'র আজব প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Champions Trophy 2025: PCB chairman assures quick visa issuance to Indian fans for CT

প্রতীকী ছবি।

Published by: Arpan Das
  • Posted:November 2, 2024 4:13 pm
  • Updated:November 2, 2024 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু ভারত সেখানে খেলতে যাবে কিনা, তার উত্তর এখনও মেলেনি। আর যদি রোহিতরা না যান, তাহলে সেদেশে আদৌ শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) কিনা, সেটাও প্রশ্নের মুখে। কিন্তু পাকিস্তান যে ক্রমশ মরিয়া হয়ে উঠছে, তা স্পষ্ট হয়ে উঠছে। এবার পিসিবি চেয়ারম্যান অভিনব ‘অফার’ নিয়ে হাজির হলেন।

কী সেই প্রস্তাব? পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, ভারতীয় সমর্থকদের দ্রুত ভিসা করানোর ব্যবস্থা করে দেবেন। সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছেন তিনি। সেখানে শিখ তীর্থযাত্রীদের সঙ্গে একটি আলোচনায় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বক্তব্য রাখেন পিসিবি চেয়ারম্যান। একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তিনি বলেন, “আমরা ভারতীয় ক্রিকেট সমর্থকের টিকিটের বিশেষ ব্যবস্থা রাখছি। সেই সঙ্গে চেষ্টা করছি, আমাদের দ্রুত ভিসার নতুন নীতি আনছি।”

Advertisement

তাঁর আরও বক্তব্য, পিসিবি চায় ভারতীয় ভক্তরা পাকিস্তানে আসুক এবং লাহোরে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখুক। নকভি সেদেশের মন্ত্রীসভাতেও রয়েছেন। তবে ভারত বর্ডারের ওপারে যাবে কিনা, সেটা শুধুমাত্র বিসিসিআইয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করে নেই। এর আগে ভারতীয় বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়ে ছিলেন, দল কোন দেশে যাবে সেটা সরকার সিদ্ধান্ত নেয়। বোর্ড সেটাই মেনে চলে।

তবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাক বোর্ড যে চাপে, সেটা অত্যন্ত স্পষ্ট। সেই অনুযায়ী, তাদের বক্তব্যও বদলে যাচ্ছে। যেমন দিন কয়েক আগে তারা আরও একটি অভিনব প্রস্তাব এনেছিল। বলা হয়েছিল, ভারত পাকিস্তানে এসে ম্যাচ খেলে আবার ওইদিনই ফিরে যাক। মানে একপ্রকার ‘ডেলি প্যাসেঞ্জারি’। আবার কখনও আত্মবিশ্বাসের সঙ্গে বলেছে, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবেই। এমনকী আগের মতো হাইব্রিড মডেলেও রাজি হতে পারে পিসিবি। তবে বিসিসিআই গোটা বিষয়টি নিয়েই কোনও মন্তব্য করেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement