সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নামেই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। আসলে চাপের মুখে বারবার ভারতের দাবিদাওয়ার কাছে নতিস্বীকার করতে হয়েছে। সেটা হাইব্রিড মডেল হোক বা পাকমুলুকে তেরঙ্গা পতাকা ওড়ানো। এবার ভারত-বাংলাদেশ ম্যাচে এমন এক ঘটনা ঘটল, যাতে বেজায় ক্ষুব্ধ পাক ক্রিকেটের কর্তারা। আইসিসি থেকে সেই বিষয়ে যুক্তি দেওয়া হলেও আদৌ ভারত-পাক মহারণের আগে কি সন্তুষ্ট পিসিবি?
ঠিক কী ঘটেছে ভারত-বাংলাদেশ ম্যাচে? হাইব্রিড মডেলে টিম ইন্ডিয়ার ম্যাচ চলছে দুবাইয়ে। সেই ম্যাচের সম্প্রচারে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫’ লেখা থাকলেও ছিল না আয়োজক দেশ পাকিস্তানের নাম। আর সেটা ঘটেছে গোটা ম্যাচ জুড়েই। অথচ পাকিস্তানের মাটিতে যে ম্যাচগুলো হচ্ছে, সেখানে সম্প্রচারে তাদের নাম থাকছে। অর্থাৎ বাংলাদেশ তাদের ম্যাচে পাশে পেল না ‘শুভাকাঙ্ক্ষী’ পাকিস্তানকেই। এমনিতে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন ক্ষেত্রে ‘সাহায্যে’র হাত বাড়িয়ে দিচ্ছে পাকিস্তান। অথচ, যে কারণেই হোক এত গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের ‘পাশে’ থাকতে পারল না।
আইসিসি থেকে অবশ্য এই ঘটনার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির জন্য এই গন্ডগোল হয়েছে। পিসিবি-র অভিযোগের উত্তরে আইসিসি জানিয়েছে, ‘গ্রাফিক্স সংক্রান্ত যান্ত্রিক ত্রুটির জন্য তাদের নাম বাদ গিয়েছে। পরের ম্যাচে সেগুলো ঠিক করে দেওয়া হবে। ম্যাচের মধ্যে লোগো বদলানো সম্ভব নয়।’
তবে ঘটনা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের কাছে বারবার পিছু হটেছে পাকিস্তান। হাইব্রিড মডেল নিয়ে পিসিবি-র আপত্তি ছিল। কিন্তু শেষ পর্যন্ত ভারত ম্যাচ খেলছে দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে পাকমুলুকের স্টেডিয়ামে ভারতের পতাকা ছিল না। পরে সেটাও বদলে যায়। এবার দুবাইয়ের ম্যাচের সম্প্রচারে ছিল না পাকিস্তানের নাম। ‘যান্ত্রিক ত্রুটি’ সত্ত্বেও ব্যাপারটাকে ভালোভাবে নেয়নি পিসিবি। ভারত-পাক মহারণের আগে এই ঘটনা কি বাড়তি আগুন ছড়াবে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.