Advertisement
Advertisement

Breaking News

Mohammed Rizwan

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দশা কেন? আজব ‘অজুহাত’ রিজওয়ানের

ভুল থেকে এখনও শিখেই চলেছেন পাক অধিনায়ক।

Champions Trophy 2025: Mohammad Rizwan reveals major reason behind Pakistan failure

ফাইল ছবি।

Published by: Arpan Das
  • Posted:February 28, 2025 6:39 pm
  • Updated:February 28, 2025 6:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে হারের পর ভারতের কাছে পরাজয়। বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। ২৯ বছর পর আইসিসি টুর্নামেন্ট আয়োজন করে গ্রুপে সবার শেষে থেমেছেন রিজওয়ানরা। কেন এই দুর্দশা? আজব কারণ আবিষ্কার করলেন পাক অধিনায়ক।

Advertisement

তাঁর মতে, পাকিস্তানের ব্যর্থতার কারণ চোট-আঘাতের সমস্যা। বিশেষ করে সাইম আয়ুব বেরিয়ে যাওয়ায় নাকি টিম একেবারে ভেঙে পড়ে। রিজওয়ান বলেন, “সাইম গত কয়েকমাস ধরে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়েতে খুব ভালো খেলেছে। আমাদের দল তৈরি হয়ে গিয়েছিল। হঠাৎ করে একজন চোট পাওয়ায় সবাই খুব ভেঙে পড়ে।” শুধু সাইম নয়, চোটের জন্য টুর্নামেন্টের মাঝপথে ছিটকে যান ফখর জামান।

তবে রিজওয়ানের ‘অজুহাতে’ আশ্চর্য হচ্ছেন অনেকেই। একজনের চোট কীভাবে গোটা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলে? ভারতে বুমরাহ নেই। অস্ট্রেলিয়ার তো প্রধান তিনজন পেসারই নেই। নিউজিল্যান্ডে নেই বেন সিয়ার্স। এমনকী যে ম্যাচে তারা পাকিস্তানে হারায় সেই ম্যাচে খেলেননি রাচীন রবীন্দ্র। একজন প্লেয়ারের অনুপস্থিতি যদি এতটা পার্থক্য গড়ে দেয়, তাহলে কি পাকিস্তানের রিজার্ভ বেঞ্চ বলে কিছুই নেই? উঠছে প্রশ্ন। তাছাড়া এক স্পিনারের নীতি, ব্যাটিং-বোলিং সব বিভাগেই ব্যর্থ হয়েছে পাকিস্তান।

রিজওয়ান এখন ‘শিখতে’ চাইছেন। তাঁর বক্তব্য, “চোট-আঘাতের সমস্যা থেকে আমরা শিখছি। দেশের মাটিতে ভালো খেলতে চেয়েছিলাম। আমাদের থেকে সবাই আরও ভালো কিছু প্রত্যাশা করেছিল। কিন্তু আমরা সেরকম করতে পারিনি। সেই জন্য হতাশ। আমাদের আরও কয়েকটা জায়গায় উন্নতি করতে হবে। আমাদের আরও পেশাদার হতে হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement