Advertisement
Advertisement

Breaking News

Mohammad Kaif

আইসিসি-র টাকা নয়ছয় করছে পাক বোর্ড! বৃষ্টিতে মাঠ ভিজতেই ফুঁসে উঠলেন কাইফ

কেন এই অভিযোগ ভারতের প্রাক্তন ক্রিকেটারের?

Champions Trophy 2025: Mohammad Kaif alleges mismanagement of ICC funds by PCB after rain in Rawalpindi
Published by: Arpan Das
  • Posted:February 25, 2025 6:34 pm
  • Updated:February 25, 2025 7:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিতে ভেস্তে গেল দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও রাওয়ালপিন্ডিতে গ্রুপ ‘বি’র ম্যাচে বল গড়াল না। সেই ম্যাচের অব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ (Mohammad Kaif)। তাঁর নিশানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রকারান্তরে কাইফের অভিযোগ, আইসিসির দেওয়ার অর্থ নিয়ে নয়ছয় করছে পিসিবি।

এমনিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) আয়োজন নিয়ে অসংখ্য প্রশ্ন উঠছে। এবার রাওয়ালপিন্ডির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিলেন কাইফ। গ্রুপ বি-র গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যায়, বৃষ্টির মধ্যে পিচ ঢাকা ছিল। কিন্তু মাঠের বেশির ভাগ অংশই খোলা। শেষ পর্যন্ত বৃষ্টি থামলেও কি ম্যাচ শুরু করা যেত? মাঠের বাইরের অংশ টানা বৃষ্টিতে ভিজেছে। এই পরিস্থিতিতে ম্যাচ শুরু করা বিপজ্জনক ছিল।

Advertisement

কেন গোটা মাঠই ঢেকে রাখা সম্ভব ছিল না? আইসিসি তো যথেষ্ট অর্থ দিচ্ছে। সেই টাকা কেন ঠিকভাবে ব্যবহার করা হবে না? প্রশ্ন তুলছেন কাইফ। ম্যাচ বাতিল হওয়ার আগেই তিনি এক্স হ্যান্ডেলে মাঠের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এটা লজ্জার যে রাওয়ালপিন্ডির মাঠ পুরোপুরি ঢাকা ছিল না। দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার মতো এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ বৃষ্টিতে ভেসে যেতে পারে। কিন্তু কেউ এই নিয়ে কোনও কথা বলছে না। আয়োজকরা কি আদৌ আইসিসির দেওয়া টাকা ঠিকভাবে ব্যবহার করতে পারছে?’

শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেস্তেই গেল ম্যাচ। দুটি দলই এক পয়েন্ট করে পেল। ফলে এই গ্রুপের পরিস্থিতি আরও জটিল হয়ে গেল। দুটি করে ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩। নেট রান রেটের বিচারে প্রথম স্থানে রয়েছেন টেম্বা বাভুমারা। দ্বিতীয় স্থানে স্মিথরা। কিন্তু বিপদ বাড়ল ইংল্যান্ড ও আফগানিস্তানের। একটি করে ম্যাচ খেলে ফেললেও তাদের ঝুলিতে কোনও পয়েন্ট নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub