Advertisement
Advertisement

Breaking News

Champions Trophy 2025

‘দুবাইয়ে কোনও বাড়তি সুবিধা পাচ্ছে না ভারত’, সমালোচকদের বিঁধে টিম ইন্ডিয়ার পাশে পাক তারকা

ভারতের হয়ে ব্যাটিং প্রাক্তন পাক তারকার।

Champions Trophy 2025: Mohammad Hafeez reacts to 'ICC giving favours to India'

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:March 7, 2025 8:29 pm
  • Updated:March 7, 2025 8:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাইয়ে সব ম্যাচ খেলায় বাড়তি সুবিধা পাচ্ছে ভার‍ত। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই এই নিয়ে সমালোচনা ধেয়ে আসছে নানা মহল থেকে। এবার ভারতের হয়ে ব্যাট ধরে সেই সব সমালোচকদের জবাব দিলেন প্রাক্তন পাক তারকা মহম্মদ হাফিজ। তাঁর সাফ কথা, “ভারত কোনও বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে না। যেটা পাচ্ছে সেটা ভালো ক্রিকেট খেলেই পাচ্ছে।”

Advertisement

শুরু থেকেই ভারতের দুবাইয়ে টানা খেলা নিয়ে প্রচুর কথাবার্তা চলছে। বলা হচ্ছে, ভারত নাকি এতে বাড়তি সুবিধে পাচ্ছে। ইংল্যান্ডের প্রাক্তন দুই অধিনায়ক মাইকেল আথার্টন এবং নাসের হুসেন তো সরাসরি বলেই দিয়েছেন মেগা টুর্নামেন্টে অন্যায় সুবিধা পাচ্ছে ভারত। হয়তো পাকিস্তান আয়োজক দেশ, কিন্তু ঘরের মাঠের মতো সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া। মেন ইন ব্লুর কোচ গৌতম গম্ভীর অবশ্য সাফ এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। গম্ভীর বলে দিয়েছেন, “এটি আমাদের কাছ ততটাই নিরপেক্ষ কেন্দ্র, যতটা বাকিদের কাছে। আমাদের সব প্র্যাকটিস সেশন হয়েছে আইসিসির আকাডেমির মাঠে। যেখানকার সঙ্গে এই স্টেডিয়ামের পরিবেশের একশে আশি ডিগ্রি তফাত। সেখানকার উইকেট আর এখানকার উইকেটের মধ্যে আকাশপাতাল পার্থক্য।”

এবার প্রাক্তন পাক তারকা মহম্মদ হাফিজও ভারতের পাশে দাঁড়ালেন। হাফিজ মূলত পাক বোর্ডের সমালোচনা করতে গিয়েই ভারতের মডেলের প্রসঙ্গ তুলেছেন। প্রাক্তন পাক অধিনায়ক বলছেন, “আমাদের দেখুন, আমরা হাইব্রিড মডেলে রাজি হয়ে গেলাম কারণ আমাদের টাকার দরকার ছিল। আমরা পয়সা পেয়েছি, ব্যাস মিটে গেল। কিন্তু যারা সত্যিই টুর্নামেন্ট জেতার জন্য খেলছে, সেটা তো ভারত।” হাফিজের সাফ কথা, “ভারত আইসিসি ট্রফি জেতার জন্য পরিকল্পনা করে। ওরা কারও থেকে কোনও সাহায্য পাচ্ছে না। যেটাই ওরা পাচ্ছে পুরোটা ভালো ক্রিকেট খেলে বলে।”

আইপিএলের উদাহরণ টেনে হাফিজ বলছেন, “২০২১ সালে আমি দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলাম। সেবার দক্ষিণ আফ্রিকা প্রথম সারির ক্রিকেটারদের আইপিএল খেলতে পাঠিয়েছিল, আর আমাদের বিরুদ্ধে সি টিম খেলিয়েছে। সেটা ওরা করেছে কারণ দক্ষিণ আফ্রিকা বোর্ড আর্থিকভাবে দুর্বল। ওদের টাকাটাই দরকার। ভারত কিন্তু ভিনদেশের লিগে ক্রিকেটারদের পাঠায় না। ওরা আইসিসি প্রতিযোগিতা জেতার জন্য পরিকল্পনা করে।” হাফিজ পিসিবির দিকে আঙুল তুলে বলছেন, “এই নিয়ে আমরা হাইব্রিড মডেলে দুটো টুর্নামেন্টের আয়োজন করলাম। কোনওটাতেই কিস্যু পাইনি, টাকা ছাড়া।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement