সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির জট কাটাতে এবার আসরে নামতে চলেছেন জয় শাহ। সূত্রের খবর, বিসিসিআই সচিব থাকাকালীনই তিনি হয়তো বৈঠক করতে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির সঙ্গে। পাশাপাশি আইসিসি আধিকারিকদের সঙ্গেও আলোচনায় বসতে পারেন জয় শাহ।
চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) শুরু হতে আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আয়োজক দেশ পাকিস্তানে গিয়ে তারা খেলবে না। ভারতের মতে, ক্রিকেট দলের উপর বড়সড় হামলা চালাতে পারে জঙ্গিরা। অন্যদিকে নিজের অবস্থানে অনড় পাকিস্তানও। সেদেশের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ পাকিস্তান থেকে সরানো হবে না। হাইব্রিড মডেলেও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে নারাজ পাকিস্তান।
দুই পক্ষের নাছোড়বান্দা মনোভাবের জেরে বড়সড় জটিলতা তৈরি হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ ঘিরে। আদৌ নির্দিষ্ট সময়ে টুর্নামেন্ট আয়োজন করা যাবে কিনা, সবপক্ষের দাবি মেনে খেলা যাবে কিনা- তৈরি হয়েছে হাজারো প্রশ্ন। এহেন পরিস্থিতিতে ১ ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করবেন জয় শাহ। প্রথমে শোনা গিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে একেবারেই নিতে চান না তিনি। নিজে আইসিসি চেয়ারম্যান পদে বসে আগেই যাতে ব্যাপারটা মিটে যায়, তেমনটাই চাইবেন বিসিসিআই সচিব।
তাহলে কি নেপথ্যে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির জট কাটানোর চেষ্টা করবেন জয় শাহ? সূত্রের খবর, আইসিসি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার আগে দুবাইয়ে গিয়ে আইসিসি আধিকারিকদের সঙ্গে দেখা করবেন তিনি। তার পরেই হয়তো ফোনে কথা বলবেন নকভির সঙ্গে। জট কাটাতে যতদূর সম্ভব এগোতে চাইবেন শাহ, এমনটাই মত ক্রিকেটমহলের। কিন্তু শেষ পর্যন্ত জট কাটবে কি?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.