Advertisement
Advertisement
Champions Trophy 2025

ভারতকে ছাড়াই বহাল তবিয়তে থাকবে পাকিস্তান! চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিস্ফোরণ পাক কিংবদন্তির

ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া আইসিসি কীভাবে টাকা কামায়, সেটা দেখতে চান পাকিস্তানের প্রাক্তন তারকা।

Champions Trophy 2025: Javed Miandad said that Pakistan cricket will not only survive but prosper without India
Published by: Arpan Das
  • Posted:November 11, 2024 3:51 pm
  • Updated:November 11, 2024 7:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ডামাডোল লেগেই রয়েছে। ভারত যে পাকিস্তানে যাবে না, তা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। বিপরীতে আইনি পদক্ষেপ করার কথা ভাবছে পিসিবি। কিন্তু ভারত যদি পাকিস্তানে না যায়, তাহলে সেদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়েই প্রশ্নচিহ্ন উঠে যাবে। যদিও সেটা মনে করতে নারাজ জাভেদ মিয়াঁদাদ। বরং পাক কিংবদন্তির বক্তব্য, ভারতকে ছাড়া বহাল তবিয়তে থাকবে পাকিস্তানের ক্রিকেট।

২০২৫-র ফেব্রুয়ারি মাসে পাকভূমে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। কিন্তু ভারত যে সেদেশে যাবে না, তা নিয়ে চর্চা ছিল দীর্ঘদিন ধরেই। এর মধ্যে আইসিসিকে সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে। সেক্ষেত্রে হাইব্রিড মডেল ছাড়া আর কোনও উপায় নেই। পাকিস্তান যদিও প্রথম থেকে এই মডেলের বিরোধিতা করে এসেছে। কিন্তু আইসিসির পক্ষ থেকে ভারতের সিদ্ধান্ত জানানো হয়েছে পিসিবিকে।

Advertisement

ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত। যা নিয়ে মিয়াঁদাদ বলছেন, “সবকিছু যেন একটা মজায় পরিণত হয়েছে। যদি আমরা ভারতের বিরুদ্ধে না খেলি, তাহলেও পাকিস্তানের ক্রিকেট বেঁচে থাকবে। বরং আমরা আরও উন্নতি করতে পারব। সেটার নমুনা আমরা আগে দেখেছি।” সেই সঙ্গে আইসিসির বিরুদ্ধেও তোপ দেগেছেন তিনি। মিয়াঁদাদের বক্তব্য, “আমি শুধু দেখতে চাই, পাকিস্তান আর ভারতের ম্যাচ ছাড়া আইসিসি কীভাবে টাকা কামায়?”

এর মধ্যে ১১ নভেম্বর লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটি বিশেষ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেটাও বাতিল করেছে আইসিসি। আইনি পরামর্শের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে আগামী দিনে কী সিদ্ধান্ত নেওয়া উচিত, সেই বিষয়ে শাহবাজ শরিফ সরকারের পরামর্শ চেয়েছে পিসিবি। উল্লেখ্য, গত এশিয়া কাপের আয়োজকও পাকিস্তানই ছিল। কিন্তু ভারত যায়নি পাকিস্তানে খেলতে। বরং হাইব্রিড মডেলে খেলা হয় এশিয়া কাপ। চ‌্যাম্পিয়ন্স ট্রফির পরিস্থিতি কী দাঁড়ায়, সেটাই এখন দেখার।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement