সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই বুমরাহ। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচের মাঝেই দুবাইয়ে উপস্থিত তিনি। না, শুধু মহাযুদ্ধের উত্তাপ পোহাতে নয়, বুমরাহ হাজির হলেন বর্ষসেরার পুরস্কার গ্রহণ করতে। এদিন ভারত-পাক ম্যাচের আগে তাঁর হাতে পুরস্কার তুলে নিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।
আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন জশপ্রীত বুমরাহ। ২০২৪ জুড়ে অসাধারণ পারফরম্যান্সের জেরে এই সম্মান পেয়েছেন তিনি। একদিকে যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা প্লেয়ার হয়েছিলেন। তেমনই টেস্টে ৭১টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বুমরাহ।
গত বছর লাল বলের ক্রিকেটে আগুনে ফর্মে ছিলেন বুমরাহ। বছরের শেষ দিকে বর্ডার গাভাসকর ট্রফিতে ৫ টেস্টে ৩২টি উইকেট তুলেছিলেন তিনি। বলা যায়, ভারতকে একপ্রকার একা টেনেছেন বুমরাহ। বছরজুড়ে তাঁর উইকেট সংখ্যা ৭১। টেস্ট ক্রিকেটে আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন জশপ্রীত বুমরাহ। আর ভারত-পাকিস্তান মহারণের আগে তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন জয় শাহ। এরচেয়ে আদর্শ মঞ্চ আর পাওয়া সম্ভব কি?
ম্যাচের আগে সাদা জামা পরে মাঠে নামেন বুমরাহ। জাতীয় দলের কোচ গম্ভীর ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলেন তিনি। জড়িয়ে ধরেন কোহলিকে। তবে সেরা মুহূর্ত ধরা পড়ে শামির সঙ্গে। বুমরাহর অনুপস্থিতিতে তাঁর কাঁধেই ভারতের বোলিং নেতৃত্বের দায়িত্ব। ২০২৩-র বিশ্বকাপের পর চোটের জন্য বাইরে চলে যান। ফিরে আসেন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে। সেখানে আবার ছিলেন না বুমরাহ। অর্থাৎ প্রায় ১৫ মাস পর মাঠে দেখা হল ভারতীয় দলের দুই তারকার।
Jasprit Bumrah receives his #ICCAwards and Team Of The Year caps for a stellar 2024
ICC Men’s Cricketer Of The Year
ICC Men’s Test Cricketer Of The Year
ICC Men’s Test Team Of The Year
ICC Men’s T20I Team Of The Yearpic.twitter.com/WW5tz8hSFy
— ICC (@ICC) February 23, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.