Advertisement
Advertisement

Breaking News

Rishabh Pant

দুর্ঘটনার ক্ষতেই ফের আঘাত! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাঁটুর চোটে নাজেহাল পন্থ

অনুশীলনে হার্দিক পাণ্ডিয়ার শটে চোট পেলেন পন্থ।

Champions Trophy 2025: India suffer injury scare as Rishabh Pant gets hit on his knee in practice
Published by: Arpan Das
  • Posted:February 16, 2025 7:04 pm
  • Updated:February 16, 2025 7:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের লড়াই শুরু হতে আর দিন কয়েক বাকি। কিন্তু তার আগেই চোটের আতঙ্ক টিম ইন্ডিয়ার শিবিরে। অনুশীলনে চোট পেলেন ঋষভ পন্থ। তাও সেটা হার্দিক পাণ্ডিয়ার শটে। হাঁটুতে চোট পেয়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ভারতীয় উইকেটকিপার। যে ছবি উদ্বেগ বাড়াচ্ছে ক্রিকেটভক্তদের মধ্যে।

এদিনই দুবাইয়ে পৌঁছেছেন রোহিতরা। আর খুব দ্রুত মাঠে নেমে পড়েছেন। দুবাইয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টার কোনও ত্রুটি রাখছে না গম্ভীর বাহিনী। আর সেখানেই মারাত্মক বিপত্তি। প্রথম দিনেই চোট পেলেন পন্থ। পাশের নেটে ব্যাট করা হার্দিক পাণ্ডিয়ার জোরালো শট এসে আঘাত করে পন্থের পায়ে। প্যাড খুলে সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়েন। যন্ত্রণায় রীতিমতো কাতরাতে থাকেন।

Advertisement

দ্রুত ছুটে আসেন দলের ফিজিও। তাঁরা প্রাথমিক শুশ্রূষা শুরু করলেও পন্থের যন্ত্রণা কমেনি। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। শেষ পর্যন্ত খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে বাধ্য হন। হাঁটুতে স্ট্র্যাপড করে তাঁকে ড্রেসিংরুমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। হার্দিকও এসে সতীর্থকে সাহায্য করেন। অনেকের অনুমান, কয়েক বছর আগে গাড়ি দুর্ঘটনায় যেখানে চোট লেগেছিল, এবারও হয়তো সেখানেই লেগেছে।

এমনিতেই চোটের জন্য জশপ্রীত বুমরাহকে পাচ্ছে না ভারত। তাঁর চোট নিঃসন্দেহে বড় ক্ষতি। এর মধ্যে রিজার্ভ দলে থাকা যশস্বী জয়সওয়ালও চোট পেয়েছেন। যে কারণে মুম্বইয়ের হয়ে রনজিতেও নামতে পারবেন না। এর মধ্যে পন্থের চোট আতঙ্কও ভয় ধরাচ্ছে। তবে তাঁর প্রথম দলে না থাকার সম্ভাবনাই বেশি। প্রথম উইকেটকিপার হিসেবে কেএল রাহুলই পছন্দ কোচ গৌতম গম্ভীরের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub