Advertisement
Advertisement

Breaking News

Champions Trophy 2025

কোহলির মাইলস্টোন ম্যাচেও টস ভাগ্য বদলাল না রোহিতের, ভারতীয় দলে এক বদল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেলেন কে?

Champions Trophy 2025: India lost toss against New Zealand
Published by: Arpan Das
  • Posted:March 2, 2025 2:11 pm
  • Updated:March 2, 2025 2:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচেও টস ভাগ্য বদলাল না রোহিত শর্মার। ফের টসে হারলেন তিনি। টসে জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠালেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। রোহিত অবশ্য জানালেন যে, প্রথমে ব্যাট করতেই চেয়েছিলেন। আর এই ম্যাচে ভারতীয় দলে এক বদল। পেসার হর্ষিত রানার জায়গায় সুযোগ পেলেন বরুণ চক্রবর্তী। ৩০০ তম ওয়ানডে ম্যাচে নামতে চলেছেন বিরাট কোহলি। এই ম্যাচে অনেক রেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি।

ইতিমধ্যেই সেমিফাইনালে চলে গিয়েছে দুই দল। খাতায়-কলমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ নিয়মরক্ষার হলেও এখানেই ঠিক হয়ে যাবে গ্রুপ শীর্ষে কোন দল থাকবে। সেই লড়াইয়ে ফের টসে হারলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এই নিয়ে টানা ১৩টি ওয়ানডে ম্যাচ টসে হারলেন তিনি। টসের নিরিখে যা লজ্জাজনক রেকর্ড। সেখানে প্রথমে ব্যাট করবে টিম ইন্ডিয়া। আগের দুই ম্যাচেই ভারত আগে ফিল্ডিং করেছিল। সেমিফাইনালের আগে প্রথমে ব্যাট করতে পারা ভারতের কাছে নতুন পরীক্ষা হবে। রোহিত নিজেও জানালেন, তিনি আগে ব্যাটই করতে চেয়েছিলেন।

Advertisement

নিউজিল্যান্ড ম্যাচে ভারতীয় দলে একটি বদল থাকছে। হর্ষিত রানাকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেখানে খেলবেন বরুণ চক্রবর্তী। অর্থাৎ, মহম্মদ শামি ও হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে এই ম্যাচে ভারত দুই পেসারে খেলছে। অন্যদিকে, নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের জায়গায় খেলবেন ড্যারিল মিচেল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০০তম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি। নিজের ৩০০তম ওয়ানডে ম্যাচে বেশ কয়েকটি রেকর্ডও ভাঙার সুযোগ থাকছে কোহলির সামনে। শচীন তেণ্ডুলকরের একাধিক রেকর্ড ভেঙে দিতে পারেন বিরাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান রয়েছে শচীনের। তিনি ৪২ ম্যাচে ১৭৫০ রান করেছিলেন। সেই রেকর্ড আজ ভেঙে দিতে পারেন কোহলি। তিনি ৩১ ম্যাচে ১৬৪৫ রান করেছেন। রবিবার ১০৬ রান করলে সেই রেকর্ড ভেঙে ফেলবেন বিরাট। সেঞ্চুরি করতে পারলে কিউয়িদের বিরুদ্ধে সর্বাধিক শতরান করার রেকর্ডও গড়ে ফেলতে পারবেন বিরাট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement