Advertisement
Advertisement

Breaking News

Champions Trophy 2025

‘অহেতুক মাতামাতি’, ভারত-পাক মহারণ নিয়ে ভক্তদের সতর্কবার্তা হরভজনের, কিন্তু কেন?

দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

Champions Trophy 2025: Harbhajan sends warning to fans that India vs Pakistan is overhyped
Published by: Arpan Das
  • Posted:February 16, 2025 8:03 pm
  • Updated:February 16, 2025 8:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই সেই বহু প্রতীক্ষিত ভারত-পাক মহারণ। চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই নিয়ে উন্মাদনা ইতিমধ্যে তুঙ্গে। সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু হরভজন সিংয়ের গলায় শোনা গেল উলটো সুর। ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে সমর্থকদের অহেতুক মাতামাতি করতে তিনি বারণ করছেন।

কিন্তু কেন? হরভজন দুই দলের স্কোয়াড দেখতে বলছেন। ভারতের ক্রিকেটাররা যে পাকিস্তানিদের থেকে অনেকটাই এগিয়ে, সেটাই তিনি বলতে চেয়েছেন। এই পরিস্থিতিতে পাল্লা ভারী ভারতেরই। ভাজ্জির বক্তব্য, “ওদের প্রধান ব্যাটারদের দেখুন। ওদের প্রধান ব্যাটার বাবর আজম। ভারতের বিরুদ্ধে যার গড় মাত্র ৩১। একজন প্রথম সারির ব্যাটারের গড় ৫০-র আশেপাশে থাকা উচিত। তারপর রিজওয়ানকে দেখুন। এমনিতে ওর খেলা আমার ভালোই লাগে। কিন্তু ভারতের বিরুদ্ধে ওর গড় ২৫। একমাত্র ফখর জামানের গড় ৪৬।”

Advertisement

এখানেই থামেননি তিনি। হরভজন আরও বলেন, “ফাহিম আশরাফের গড় ১২.৫। ওকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর সউদ শাকিলের গড় ভারতের বিরুদ্ধে ৮। আমার মনে হয় না, এই দলটা ন্যূনতম লড়াই করতে পারবে না।” এমনিতে আইসিসি টুর্নামেন্টে ভারতের পরিসংখ্যান পাকিস্তানের থেকে কয়েক গুণ ভালো। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা ওয়ানডে বিশ্বকাপ, রোহিতরাই ম্যাচ জিতেছেন।

ভাজ্জি সেই সঙ্গে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করছেন। তিনি বলেন, “ভারত যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতেছে, সেখানে পাকিস্তান নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছে। ওরা আবার পাকিস্তানকে হারাবে। ভারত একধাপ এগিয়ে থাকছে। আমার মতে, একতরফা খেলা হবে। হ্যাঁ, টিকিটের দাম হয়তো বেশি। কিন্তু আমি বলব, এই ম্যাচ নিয়ে অহেতুক মাতামাতি না করতে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub