গৌতম গম্ভীর। ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা চার ম্যাচে জয়। অস্ট্রেলিয়াকে উড়িয়ে ফাইনালেও পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন অস্ত্রে শান দেওয়া সম্পূর্ণ রোহিতদের। কিন্তু তাতেও সন্তুষ্ট নন কোচ গৌতম গম্ভীর। একটি বিষয় নিয়ে এখনও ‘গম্ভীর’ করে তুলছে গৌতমকে।
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ উইকেটে জিতেছে ভারত। ফাইনালে সামনে নিউজিল্যান্ড। যাদেরকে গ্রুপ পর্বের ম্যাচে একবার হারিয়েছে গম্ভীর ব্রিগেড। কোহলি রানে ফিরেছেন, মাঝের দিকে ভরসা দিচ্ছেন শ্রেয়স আইয়ার, ম্যাচ ফিনিশ করছেন কেএল রাহুল। ব্যাটে-বলে ভরসা দিচ্ছেন হার্দিক। আর বিশেষ অস্ত্র হিসেবে তো বরুণ চক্রবর্তী রয়েছেনই।
সব মিলিয়ে ফাইনালের আগে ভারতকে এগিয়ে রাখছে ওয়াকিবহাল মহল। কিন্তু তাতে মাথা ঘামাতে নারাজ গম্ভীর। তার মতে, “আন্তর্জাতিক খেলায় সব সময় উন্নতি করতে হয়। সব ঠিক করে ফেলেছি, এমন ভাবা উচিত নয়। আমরা এখনও সেরা খেলাটা খেলতে পারিনি। দলের পারফরম্যান্সে আমি কখনই সন্তুষ্ট হতে পারি না। আমাদের হাতে আর একটা ম্যাচ আছে। আশা করি, সেই ম্যাচে সেরা খেলাটা খেলতে পারব। আমাদের আরও উন্নতি করতে হবে। মাঠে বেপরোয়া হতে হবে। আবার একই সঙ্গে মাঠের বাইরে বিনয়ী।”
ফাইনালের আগে সেটা নিয়েই মাথা ঘামাচ্ছেন গম্ভীর। ম্যাচের পর তিনি বলেন, “ক্রিকেটের আসল বিষয়টি হল, নিজের স্বচ্ছন্দের জায়গা থেকে বেরিয়ে আসা। উন্নতির এটাই মন্ত্র। যদি সবাই নিজের স্বচ্ছন্দের জায়গায় থাকে, তাহলে এক জায়গায় আটকে যাব। এটাই আমি বিশ্বাস করি। ম্যাচের ফলাফলেও তার প্রমাণ। এই দলের কেউই সেই জায়গায় আটকে থাকতে রাজি নয়। সেটা কোচ হোক বা প্লেয়াররা। ভারতীয় ক্রিকেটের জন্য সেটা গুরুত্বপূর্ণ।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.