সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। হাইব্রিড মডেলে ভারতের ম্যাচ হবে দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে রোহিতদের অভিযান শুরু। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ। ইতিমধ্যে সেই ম্যাচের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তারপরও কিছু অতিরিক্ত টিকিট বিক্রি শুরু হয়েছিল। সেগুলোও নিমেষে বিক্রি হয়ে গিয়েছে।
রবিবার দুপুর দেড়টা থেকে অতিরিক্ত টিকিট শুরু হয়। অথচ দুপুর তিনটের মধ্যে সব টিকিট নিঃশেষ। এটা যে হতে চলেছে, তা প্রথম পর্যায়ের টিকিট বিক্রির সময়ই অনুমান করা গিয়েছিল। ৪ ফেব্রুয়ারি থেকে টিকিট বিক্রি শুরু হয়। অন্তত দেড় লক্ষ ক্রিকেটপ্রেমী ভিড় জমিয়েছিলেন টিকিট কাটার ওয়েবসাইটে। অথচ দুবাই স্টেডিয়ামে দর্শকাসন মাত্র ২৫ হাজার।
সাধারণ আসনের টিকিটের দাম ১২৫ দিহরাম, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৯৬৪ টাকা ধার্য করা ছিল। আর গ্র্যান্ড লাউঞ্জের দাম ৫ হাজার দিরহাম অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ১৮ হাজার টাকা। সেই সবই নিমেষে বিক্রি হয়ে যায়। এমনকী লাইন পড়ে দুবাইয়ে টিকিট বিক্রির কেন্দ্রেও। হতাশ হয়ে ফিরতে হয় ক্রিকেটপ্রেমীদের। যে কারণে ফের সামান্য কিছু টিকিট বিক্রি শুরু হয়। আর সেটাও বিক্রি হয়ে যেতে বেশিক্ষণ সময় নেয়নি।
তবে ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের এখনও কিছু টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়া প্রথম সেমিফাইনালের টিকিটও রয়েছে। তবে কতক্ষণ সেগুলো অবিক্রিত থাকবে, তা বলা যাচ্ছে না। মরুশহরে ভারতের ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে। ইতিমধ্যে দুবাইয়ে পৌঁছে গিয়েছেন রোহিতরা। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ তো বটেই, যদি সেমিফাইনাল ও ফাইনালে উঠতে পারে, তাহলেও মরুশহরেই নামবেন রোহিতরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.