ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর দেড় মাসও বাকি নেই। তার মধ্যেই নতুন জট পাকল। আফগানিস্তানের সঙ্গে ম্যাচ বয়কট করা হোক। এই দাবিতে উত্তাল ব্রিটেনের পার্লামেন্ট। তালিবানি আফগানিস্তানে মহিলাদের স্বাধীনতা না থাকায় সোচ্চার ইংল্যান্ড পার্লামেন্টের ১৬০ জন সাংসদ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘বি’ গ্রুপে আছে আফগানিস্তান ও ইংল্যান্ড। ২৬ ফেব্রুয়ারি লাহোরে দুদলের ম্যাচ। কিন্তু আদৌ সেই ম্যাচ হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইংল্যান্ডেই। সে দেশের সাংসদের দুই কক্ষ মিলিয়ে ১৬০ জন সাংসদ আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নারাজ। রিফর্ম ইউকে দলের প্রধান নাইজেল ফ্যারাজ ও লেবার পার্টির প্রাক্তন প্রধান জেরেমি কোরবিন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন, “তালিবান শাসিত আফগানিস্তানে মহিলা ও শিশুদের সঙ্গে যে ভয়ানক আচরণ করা হয়, তার বিরুদ্ধে কথা বলা দরকার।”
ইসিবি-র চিফ এক্সিকিউটিভ রিচার্ড গৌল্ড বলেছেন, “আইসিসি-র নিয়মে সব দেশেরই মহিলাদের ক্রিকেটের উন্নতি নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ থাকা উচিত। ইসিবি-ও তাতে বিশ্বাস করে। যে কারণে আফগানিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজও খেলা হবে না। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তালিবানি শাসনে আফগানিস্তানে মহিলাদের উপর নিপীড়নের তীব্র প্রতিবাদ জানায়।”
২০২১ সালে আফগানিস্তানে তালিবানি শাসন জারি হয়। তারপর থেকেই সেদেশে মহিলাদের স্বাধীনতা ও অধিকার খর্ব হওয়ার একাধিক অভিযোগ উঠেছে। যার ফলে অস্ট্রেলিয়াও আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। এবার ইংল্যান্ডের পথ ধরে তারাও রশিদ খানদের বয়কটের ডাক দিলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুশ্চিন্তা আরও বাড়বে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.