সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে হেরে এমনিতেই ব্যাকফুটে পাকিস্তান। তার মধ্যে নয়া ডামাডোল পাক ক্রিকেটে। ম্যাচের আগের দিন অনুশীলনে আসেননি তারকা ব্যাটার বাবর আজম। আর ঘটনাচক্রে সেদিনই পাকিস্তানের অনুশীলনে হাজির পিসিবি প্রধান মহসিন নকভি।
নিউজিল্যান্ডের কাছে রীতিমতো দুরমুশ হয়েছে রিজওয়ানরা। ব্যাটে-বলে উভয় বিভাগেই চূড়ান্ত ব্যর্থ। তার মধ্যে চিন্তা বাড়াচ্ছে বাবর আজমের ফর্ম। ৬৪ রান করলেও নিয়েছেন ৯০টি বল। এর মধ্যে ভারতের বিরুদ্ধে মহারণের আগে অনুশীলনে আসেননি। এই নিয়ে পাকিস্তানের তরফ থেকে স্পষ্ট কোনও কারণ জানানো হয়নি। শুধু বলা হয়েছে প্রাক্তন পাক অধিনায়ক বিশ্রাম চেয়েছেন।
ঘটনা হচ্ছে, নকভির আগমনের দিন একমাত্র বাবরই অনুপস্থিত। ফলে প্রশ্ন উঠছে, আদৌ তিনি মহারণে নামবেন কিনা? একদিকে যখন পিসিবি প্রধান নকভি জোরগলায় বলছেন ‘যে কোনও মূল্যে’ ম্যাচ জিততে হবে, তখন পাক ক্রিকেটের অন্দরমহলের ছবিটা অন্ধকারাচ্ছন্ন। পাকিস্তানের জন্য এই ম্যাচে অনেক কিছুই সরু সুতোয় ঝুলছে। একে তো সম্মানের লড়াই। তার উপর ভারতের কাছে হারলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার চোখরাঙানিও থাকছে।
তার আগে নকভি দীর্ঘক্ষণ কথা বলেন অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ ও মহম্মদ রিজওয়ানের সঙ্গে। পেসার শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফের সঙ্গেও অনেকক্ষণ আলোচনা করেন। শোনা যাচ্ছে, দল নির্বাচন নিয়ে অখুশি নকভি। বাবরদের পারফরম্যান্স নিয়ে অবশ্য প্রশ্ন ওঠা স্বাভাবিক। আর বাবরের অনুপস্থিতি কি সেটারই প্রতিফলন?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.