Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

অক্ষরকে ডিনারের প্রতিশ্রুতি, কিন্তু কুলদীপের সঙ্গে রেস্তরাঁয় রোহিত! মনখারাপ অলরাউন্ডারের

বাংলাদেশ ম্যাচে ক্যাচ ফসকানোর 'খেসারত' দিতে অক্ষরের মানভঞ্জনের পরিকল্পনা করেছিলেন রোহিত।

Champions Trophy 2025: Axar Patel reveals dinner plan with Rohit Sharma
Published by: Arpan Das
  • Posted:February 25, 2025 8:04 pm
  • Updated:February 25, 2025 8:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা দিয়েছিলেন অক্ষর প্যাটেলকে নিয়ে ডিনারে যাবেন। কিন্তু বাস্তবে কুলদীপের সঙ্গে খেতে গেলেন। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে বিদ্ধ রোহিত শর্মা! আর এখনও অপেক্ষা করে বসে আছেন অক্ষর। বাংলাদেশ ম্যাচে ক্যাচ ফসকানোর ‘খেসারত’ দিতে আর কবে ভারতীয় অলরাউন্ডারকে ডিনারে নিয়ে যাবেন রোহিত?

ফিরে যাওয়া যাক, চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-বাংলাদেশ ম্যাচে। নবম ওভারে ভেলকি দেখান অক্ষর। দ্বিতীয় বলে তানজিদ হাসানকে আউট করেন। পরের বলেই গোল্ডেন ডাক মুশফিকুর রহিমের। হ্যাটট্রিকের গন্ধ পেয়ে দারুণ আগ্রাসী ফিল্ড সাজান অধিনায়ক রোহিত। প্রথম স্লিপে দাঁড়ান নিজেই। স্ট্রাইকে থাকা জাকের আলির ব্যাটের কাণা ছুঁয়ে সোজা প্রথম স্লিপের দিকে চলে যায় অক্ষরের ডেলিভারি। কিন্তু বলটি তালুবন্দি করে রাখতে পারেননি ভারত অধিনায়ক।

Advertisement

ক্যাচ ফস্কানোর পর নিজের প্রতি হতাশা আটকে রাখতে পারেননি। মাঠে পরপর চাপড় মারতে থাকেন। পরে হাতজোড় করে অক্ষরের কাছে ক্ষমা চাইতেও দেখা যায় তাঁকে। ইনিংস শেষের পর অবশ্য অক্ষর বলেন, খেলায় তো ক্যাচ মিস হতেই পারে। সেটা নিয়ে অতো ভেবে লাভ নেই। তবে ম্যাচ জিতে যাওয়ার পরে সাংবাদিক সম্মেলনে এসে রোহিত বলেন, ‘কাল হয়তো অক্ষরকে নিয়ে ডিনার করতে যাব।’

তারপর চার-পাঁচ দিন কেটে গেলেও অক্ষরকে ডিনারে নিয়ে যাননি রোহিত। অথচ দেখা যায়, কুলদীপ যাদবকে সঙ্গে নিয়ে দুবাইয়ের একটি রেস্তরাঁয় খেতে যান তিনি। কবে অক্ষরকে ডিনারে নিয়ে যাবেন রোহিত? সেই প্রশ্নের উত্তরে পাক ম্যাচের পর ভারতীয় অলরাউন্ডার বলেন, “আপাতত ছদিনের ছুটি আছে। আমরা পরের রাউন্ডে চলেও গিয়েছি। এবার আশা করি রোহিতকে বলব ডিনারে নিয়ে যেতে।” এবার দেখা যাক কথা রাখেন কিনা ভারত অধিনায়ক?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement