৮ বছর পর ফিরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। নামছে বিশ্বের সেরা ৮ দল। টুর্নামেন্ট শুরুর আগে কে কোথায় দাঁড়িয়ে? আজ নজরে অস্ট্রেলিয়া।
গ্রুপ: বি গ্রুপে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, বেন ডুয়ারশুইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগুর্ক, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জস ইংলিশ, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তনভীর সঙ্ঘা, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা।
সম্ভাব্য প্রথম একাদশ: ম্যাথু শর্ট, ট্র্যাভিস হেড, জ্যাক ফ্রেজার-ম্যাকগুর্ক, স্টিভ স্মিথ, জস ইংলিশ, অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, তনভীর সঙ্ঘা।
শক্তি: ব্যাট হাতে ঝড় তুলতে পারেন ট্র্যাভিস হেড। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন তিনি। স্টিভ স্মিথের ক্ষুরধার মস্তিষ্ক অস্ট্রেলিয়ার প্রধান চালিকা শক্তি। চমক দিতে পারেন জ্যাক ফ্রেজার-ম্যাকগুর্ক, অ্যালেক্স ক্যারিরা। এছাড়া অভিজ্ঞ ম্যাক্সওয়েল তো রয়েছেনই। তারকা পেসারদের ঘাটতি ঢাকতে আরও মরিয়া হয়ে উঠতে পারেন শন অ্যাবটরা। আর অজিদের সবচেয়ে বড় শক্তি তাদের লড়াকু মানসিকতা। যে কোনও আইসিসি টুর্নামেন্টে খাদের মুখ থেকে ম্যাচের রং বদলে দিতে ওস্তাদ অস্ট্রেলিয়া।
দুর্বলতা: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রবল চাপে অস্ট্রেলিয়া। চোট-আঘাতে বিধ্বস্ত অজিরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে নেই স্টার্ক-কামিন্স-হ্যাজেলউড। ফলে পেস ত্রিফলাকে বাদ দিয়েই লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া। সমস্যা এখানেই শেষ নয়। আচমকা অবসর নিয়েছেন মার্কাস স্টয়নিস। চোটে ছিটকে গিয়েছেন মিচেল মার্শ। ফলে মিডল অর্ডার নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে। এই অবস্থায় শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি ম্যাচের দুটিতেই পরাস্ত হয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওয়ানডেতে গুটিয়ে যায় মাত্র ১০৭ রানে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা একেবারেই ভালো লক্ষণ নয়।
এক্স ফ্যাক্টর: অধিনায়ক স্টিভ স্মিথ। সেই সঙ্গে আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়া কখন যে জ্বলে উঠবে কেউ বলতে পারে না।
সম্ভাবনা: বি গ্রুপকে বলা হচ্ছে ‘গ্রুপ অফ ডেথ’। সাম্প্রতিক কালে এদের মধ্যে সবচেয়ে খারাপ ফর্মে রয়েছে অস্ট্রেলিয়াই। ফলে গ্রুপ পর্বে তাদের কড়া পরীক্ষার মুখে পড়তে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.