Advertisement
Advertisement
কোহলি

গেইল ঝড় উড়িয়ে দিয়ে নায়ক কোহলি, ২-০ তে সিরিজ জয় ভারতের

নতুন মাইলস্টোন ছুঁলেন কোহলি।

Century from Virat kohli guides India to victory over WI
Published by: Subhajit Mandal
  • Posted:August 15, 2019 9:15 am
  • Updated:August 15, 2019 2:04 pm  

ওয়েস্ট ইন্ডিজ: ২৪০-৭ (গেইল ৭২, লুইস ৪৩)

ভারত: ২৫৬-৪ (কোহলি ১১৪, আয়ার ৬৫)

Advertisement

ভারত ৬ উইকেটে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুটা হয়েছিল গেইল ঝড় দিয়ে। শেষটা হল কোহলি মাস্টারক্লাসে। বৃষ্টিবিঘ্নিত পোর্ট অব স্পেনে টানা দ্বিতীয় শতরান করে দলকে জয় এনে দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারত জিতল ৬ উইকেটে। সেই সঙ্গে, ওয়ানডে সিরিজ ২-০তে জিতে নিল টিম ইন্ডিয়া।

[আরও পড়ুন: ক্যারিবিয়ান সফরে বিতর্কে টিম ইন্ডিয়ার ম্যানেজার, খোয়াতে পারেন চাকরি]


লক্ষ্যটা কঠিন ছিল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে মাত্র ৩৫ ওভারে করতে হত ২৫৫ রান। শুরুটাও খুব একটা ভাল হয়নি ভারতের। বিশ্বকাপ তথা টি-২০তে দুর্দান্ত ফর্মে থাকা রোহিত শর্মা প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন মাত্র ২৫ রানের মাথায়। ধাওয়ান আউট হন দলগত ৯১ রানের মাথায়। খাতাও খুলতে পারেননি পন্থ। একসময় ৯২ রানে ৩ উইকেট পড়ে যায় ভারতের। কিন্তু, এরপরই গেম চেঞ্জিং ইনিংস বিরাট কোহলির। এবং তাঁকে উপযুক্ত সঙ্গত করলেন তরুণ শ্রেয়স আয়ার।


পরপর দু’টি উইকেট নিয়ে ক্যারিবিয়ান বোলাররা যখন রক্তের স্বাদ পাওয়া বাঘের মতো আক্রমণে তখনই পালটা আক্রমণের পথ বেছে নেন বিরাট এবং শ্রেয়স আয়ার। শ্রেয়স ৪১ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ৩টি চার এবং পাঁচটি বিশাল ছক্কা হাঁকান তিনি। এই নিয়ে টানা দ্বিতীয় অর্ধশতরান করলেন দিল্লি ডেয়াডেভিলসের অধিনায়ক। অনেকেই বলছেন, এভাবে খেলতে থাকলে দ্রুত টিম ইন্ডিয়ার মিডল অর্ডার সমস্যার সমাধান হয়ে উঠতে পারেন তরুণ ব্যাটসম্যান। শ্রেয়স আউট হওয়ার পরও অবশ্য বিরাট ক্যারিবিয়ান বোলারদের তুলোধোনা চালু রাখেন। ৯৯ বলে ১১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এটি তাঁর কেরিয়ারের ৪৩ তম শতরান। এবং সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের গণ্ডি পেরিয়ে গেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

[আরও পড়ুন: কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে মুখ খুলে ভারতীয়দের রোষানলে শোয়েব আখতার]

দিনের শুরুটা অবশ্য হয়েছিল গেইল ঝড় দিয়ে। তথাকথিত বিদায়ী ম্যাচে ‘ক্যারিবিয়ান দৈত্য’ মাত্র ৪১ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ‘ইউনিভার্স বস’। মূলত তাঁর ইনিংসে ভর করেই নির্ধারিত ৩৫ ওভারে ২৪০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু, গেইলের সেই বিধ্বংসী ইনিংসও কাজে এল না। শেষ পর্যন্ত বিরাট-বিক্রমে ভারতকে জয় এনে দিলেন কোহলি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement