Advertisement
Advertisement
Hardik Pandya

কে বলল দূরত্ব বাড়ছে রোহিত আর হার্দিকের! আলিঙ্গন দুই তারকার

রইল মুম্বই ইন্ডিয়ান্সের পোস্ট করা ভিডিও।

Captain Hardik Pandya and former captain Rohit Sharma looked relaxed ahead of their next match against Delhi in Mumbai

ফাইল চিত্র।

Published by: Krishanu Mazumder
  • Posted:April 5, 2024 12:12 pm
  • Updated:April 5, 2024 1:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা তিন ম্যাচে হার। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। সাংবাদমাধ্যমের খবর, হার্দিকের নেতৃত্বে অসন্তুষ্ট রোহিত শর্মা (Rohit Sharma)। আগামী মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ার কথা ভাবনাচিন্তা করছেন ‘হিটম্যান’।

এর মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্স যে ভিডিও পোস্ট করেছে, তাতে দেখা যাচ্ছে রোহিত-হার্দিকরা দল নিয়ে জামনগরে গিয়ে ছুটি উপভোগ করছেন। নাচ-গান হচ্ছে, ডিনার পার্টিতে হালকা মেজাজে ধরা দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা। ভিডিওয় দেখা গিয়েছে, রোহিত আর হার্দিক একে অপরকে জড়িয়ে ধরেছেন। দুই তারকা ক্রিকেটারের মধ্যে সমস্যা রয়েছে, ব্যক্তিত্বের সংঘাত রয়েছে দুজনের, এমন সব খবরকে উড়িয়ে দিল এই রোহিত আর হার্দিকের মিলনান্তক দৃশ্য। 

Advertisement

[আরও পড়ুন: এখনই যুদ্ধ বন্ধ করুন, নাহলে অবস্থান পালটাবে আমেরিকা, ‘বন্ধু’ নেতানিয়াহুকে হুঁশিয়ারি বাইডেনের

মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা পাঁচ দিনের বিশ্রাম পেয়েছেন। সপরিবারে প্লেয়াররা চলে গিয়েছেন জামনগরে। সেখানে কেউ জলবিহার করছেন, কেউ ফোটোশুট করছেন। হার্দিক ও রোহিতকে নিয়ে তৈরি হওয়া বিতর্কে জল ঢেলে দিল মুম্বই ইন্ডিয়ান্সের তরফে পোস্ট করা ভিডিও। আইপিএলের কঠিন সূচির মধ্যে পাঁচদিনের  বিশ্রাম, জামনগর সফর মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে অক্সিজেন ছড়াবে বলেই মনে করা হচ্ছে।

৭ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে কি জয়ের রাস্তায় ফিরতে পারবে মুম্বই ইন্ডিয়ান্স?

[আরও পড়ুন: ‘ভুল’ করে দলে নিয়েছিলেন প্রীতি, সেই অনামী শশাঙ্কই এখন পাঞ্জাবের নায়ক

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement