Advertisement
Advertisement
Virat Kohli

‘‌‌RCB দলে জায়গা হবে?‌’‌, ইংলিশ ফুটবলার হ্যারি কেনের প্রশ্নের জবাবে কী বললেন বিরাট?‌

সোশ্যাল মিডিয়ায় খুনসুটি দুই তারকার।

Can get you in as a counter attacking batsman: Virat Kohli responds as Harry Kane enquires for RCB place | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:November 28, 2020 3:49 pm
  • Updated:November 28, 2020 3:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌‌ ‌ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) ফুটবল প্রীতির কথা সর্বজনবিদিত। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) তাঁর প্রিয় ফুটবলার। ভারতের বর্তমান ফুটবল আইকন সুনীল ছেত্রী অভিন্ন হৃদয় বন্ধু। আন্তর্জাতিক বহু তারকা ফুটবলারের সঙ্গেও কথা হয় বিরাটের। তাঁদের মধ্যেই অন্যতম অবশ্যই ইংল্যান্ডের জাতীয় দল এবং টটেনহ্যাম হটস্পারের ফুটবলার হ্যারি কেন (Harry Kane)। ভারতের অস্ট্রেলিয়া সফরের মধ্যেই দুই তারকার খুনসুটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি,  IPL-এর আগামী মরশুমে বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হয়ে খেলার ইচ্ছে প্রকাশও করেছিলেন হ্যারি কেন। এবার পালটা জবাব দিলেন RCB অধিনায়ক।

বর্তমানে EPL খেলতে ব্যস্ত কেন সম্প্রতি সতীর্থদের সঙ্গে ক্রিকেট খেলায় মজেছিলেন। সেসময় নিজের ব্যাটিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। ব্যাট হাতে বেশ ভালই সাবলীল দেখাচ্ছিল ইংল্যান্ডের অধিনায়ককে। ভিডিওটি পোস্ট করে কেন বিরাটকে প্রশ্ন করেন, আরসিবি দলে তাঁর জন্য কোনও জায়গা রয়েছে কি না। লেখেন, ‘‌‘‌টি–২০ ম্যাচে একটি ম্যাচ জেতানো ইনিংস খেললাম। বিরাট আগামী সিজনে তোমার দলে কোনও জায়গা হবে?‌’‌’‌ পালটা জবাব দেন কোহলিও। লেখেন, ‘‌‘‌খুবই ভাল ব্যাটিং করেছ। তোমাকে হয়তো দলে কাউন্টার অ্যাটাকিং ব্যাটসম্যান হিসেবে জায়গা দেওয়া যেতে পারে।’‌’‌

Advertisement

 

[আরও পড়ুন:‌ নিউজিল্যান্ডে করোনা আক্রান্ত আরও এক পাক ক্রিকেটার, সিরিজ ঘিরে ঘোর অনিশ্চয়তা]

এদিকে, ইপিএলে কিন্তু দুরন্ত ফর্মে রয়েছেন হ্যারি কেন। এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে সাতটি গোল করেছেন তিনি। দুর্দান্ত পারফর্ম করছে কেনের দল টটেনহ্যামও। ৯ ম্যাচের মধ্যে ছ’‌টিতে জিতে লিগ টেবিলের শীর্ষে রয়েছেন মোরিনহোর ছেলেরা। অন্যদিকে, আইপিএলে প্লে–অফে উঠলেও ফাইনালে জেতে পারেনি বিরাটের দল। জাতীয় দলের জার্সিতেও দীর্ঘদিন পর মাঠে ফিরে ব্যর্থ হন ভারত অধিনায়ক।

[আরও পড়ুন:‌ OMG! ম্যাচ চলাকালীনই রাহুলের কাছে ক্ষমা চাইলেন ম্যাক্সওয়েল, কিন্তু কেন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement