স্টাফ রিপোর্টার: ঘরোয়া লিগের (Calcutta Football League) গ্রুপ পর্বে মোহনবাগানের (Mohun Bagan) বাকি তিনটে ম্যাচ। পিয়ারলেস, মহামেডান ও ডায়মন্ড হারবার। রবিবার সেই তিন ম্যাচের প্রথম লড়াইয়ে সবুজ-মেরুনের প্রতিপক্ষ পিয়ারলেস (Peerless)। লিগের পরবর্তী পর্বে যেতে গেলে তাদের বাকি এই তিনটে ম্যাচকে কার্যত কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনাল হিসাবে দেখছেন কলকাতা লিগে মোহনবাগান কোচের দায়িত্বে থাকা বাস্তব রায়। বলছেন, “আমাকে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে পরবর্তী পর্বে যেতে হবে। আগামী তিনটে কঠিন ম্যাচ আমার কাছে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের সমান। আমাদের সব ম্যাচ জিততে হবে।”
সুপার সিক্স নিয়ে মোহনবাগানের যখন সুষ্ঠ পরিকল্পনা রয়েছে, তখন যে ম্যাচকে তাঁদের কোচ কার্যত কোয়ার্টার ফাইনাল হিসাবে চিহ্নিত করছেন, সেই প্রতিপক্ষ পিয়ারলেস কোচ হেমন্ত ডোরা রবিবার দল কীভাবে নামাবেন তাই নিয়েই চিন্তিত। বলছিলেন, “আগস্ট পর্যন্ত চুক্তি থাকায় আমাদের ২২ জন ফুটবলার চলে গিয়েছে। এই মুহূর্তে মরশুমের শুরুতে রেজিস্ট্রেশন করা মাত্র ছয় জন ফুটবলার রয়েছে। রবিবার এগারো জনের দল নামানোর জন্য শুক্রবার কর্তারা ছয়-সাতজন ফুটবলারকে এনেছেন বিভিন্ন অ্যাকাডেমি থেকে। আমি জানিও না কেমন খেলে তারা।”
মোহনবাগানের যে দল কলকাতা লিগে খেলছে সেই দল থেকে চারজন ফুটবলার জাতীয় দলে খেলতে ব্যস্ত। একাধিক সিনিয়র ফুটবলার রয়েছেন সিনিয়র জাতীয় দলে। এই পরিস্থিতিতে কলকাতা লিগের ম্যাচে কিছু সিনিয়র ফুটবলারকে খেলানোর বার্তা দিয়েছেন সবুজ-মেরুন কর্তারা। সেই অনুযায়ী রবিবার লিস্টন কোলাসো, বিশাল কাইথদের মতো সিনিয়রদের ঘরোয়া লিগে দেখার সম্ভবনা রয়েছে।
শনিবার সন্ধ্যায় জেসন কামিংসদের অনুশীলন দেখতে বেশ কিছু সবুজ-মেরুন সমর্থক এসেছিলেন মোহনবাগান মাঠে। কামিংস, দিমিত্রি পেত্রোতাস, হুগো বুমোসদের নিয়ে পুরোদমে অনুশীলনে নেমে পড়েছেন সিনিয়র দলের কোচ জুয়ান ফেরান্দো। অনুশীলনে দুরন্ত গোল করলেন পেত্রোতাস। ডার্বির পর থেকেই যেন ছন্দে রয়েছেন তিনি।
ইদানীং মোহনবাগান মাঠে সন্ধেবেলা সিনিয়র দলের অনুশীলন থাকলে কামিংসদের সঙ্গে সেলফি তোলার জন্য ভিড় জমান সবুজ-মেরুন সমর্থকরা। শনিবার জাতীয় সাবজুনিয়র টুর্নামেন্ট খেলতে আসা গুজরাত দল এসেছিল বুমোসদের অনুশীলন দেখতে। অনুশীলন শেষে দিমিত্রিদের ঘিরে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.