Advertisement
Advertisement
Cricket Association of Bengal

‘ভিশন ২০২৫’ নিয়ে বড় ভাবনা সিএবি-র, পরামর্শদাতা হিসেবে আসতে পারেন কিংবদন্তি ক্রিকেটার

সিএবি প্রশাসনে সৌরভ গঙ্গোপাধ‌্যায় থাকার সময় জন্ম হয় ‘ভিশন ২০২০’ পরিকল্পনা।

CAB will launch 'Vision 2025' programme to groom youngsters

ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:April 9, 2024 10:11 am
  • Updated:April 9, 2024 10:11 am  

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: ভিশন ২০২৫-কে (Vision 2025) ঢেলে সাজানোর পরিকল্পনা নিচ্ছে সিএবি। সব কিছু ঠিকঠাক চললে, ভিশনের পুরনো গরিমা আবার ফেরত আসতে পারে।
সিএবি প্রশাসনে সৌরভ গঙ্গোপাধ‌্যায় (Sourav Ganguly) থাকার সময় ভূমিষ্ঠ হয় ‘ভিশন ২০২০’ (Vision 2020)। যা মুকেশ কুমার, আকাশ দীপের মতো পেসার দিয়েছে বাংলা ক্রিকেটকে। ভিশনে একটা সময় ভিভিএস লক্ষ্মণ থেকে মুথাইয়া মুরলীধরন, ওয়াকার ইউনিসের মতো প্রখ‌্যাত আন্তর্জাতিক ক্রিকেটাররা কোচিং করিয়ে গিয়েছেন। মধ‌্যবর্তী কয়েক বছরে সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়েছিল ভিশন। ভিভিএস-মুরলীরা ছেড়ে চলে গিয়েছিলেন। রাজ‌্যের উঠতি প্লেয়ারদের নিয়ে ভিশনের শিবির বসাও বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আপাতত যা পরিস্থিতি, তাতে ফের প্রাণ ফিরতে চলেছে ভিশনে।
প্রাক্তন ভারতীয় স্পিনার নরেন্দ্র হিরওয়ানিকে যে ‘ভিশন ২০২৫’-এর স্পিন পরামর্শদাতা করে নিয়ে আসার পথে সিএবি, তা দিন দুই আগের ‘সংবাদ প্রতিদিন’-এ প্রকাশিত হয়েছিল। এবার আরও দু’টো নাম শোনা গেল। সিএবি নাকি পেস পরামর্শদাতা করে ‘ভিশন ২০২৫’-এ আনতে চলেছে শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার চামিণ্ডা ভাসকে (Chaminda Vaas)। এবং ব‌্যাটিং পরামর্শদাতা হিসেবে আনা হতে পারে প্রাক্তন বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারিকে।

[আরও পড়ুন: চোটের কবলে ময়ঙ্ক, কবে মাঠে দেখা যাবে তাঁকে? লখনউয়ের সিইও দিলেন বড় আপডেট]

শ্রীলঙ্কার হয়ে ১১১ টেস্টে ৩৫৫ উইকেট নেওয়া ভাস অতীতে খেলে গিয়েছেন কলকাতা ময়দানে। পি সেন ট্রফি খেলতে। এবার যদি আসেন শেষ পর্যন্ত, তা হলে বাংলায় আসবেন প্রতিভা খুঁজতে। ‘সাপ্লাই লাইন’ মজবুত করতে। শোনা যাচ্ছে, শ্রীলঙ্কা কিংবদন্তির সঙ্গে নাকি কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে সিএবি-র। শেষ মুহূর্তে নাটকীয় রদবদল না হলে তাঁরই আসার কথা। মনোজ আবার গত বছরই ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। কিন্তু তাঁকে খেলার মাঠের সঙ্গে জড়িত রাখতে চাইছে সিএবি। যে কারণে, ‘ভিশন ২০২৫’-এর ব‌্যাটিং পরামর্শদাতা করে নিয়ে আসার কথা চলছে তাঁকে। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়। তবে যা খবর, তাতে ‘ভিশন ২০২৫’-র রূপরেখা কী দাঁড়াবে, সেটা আগামী কয়েক দিনেই ঠিক হয়ে যাবে।

Advertisement

[আরও পড়ুন: ‘দুদলে ভাগ হয়ে গিয়েছে মুম্বই’, সোশাল মিডিয়ায় ঝামেলায় জড়িয়ে পড়লেন হার্দিক ও রোহিত ভক্তরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement