আলাপন সাহা: ঢাকে কাঠি পড়ে গেল সিএবির (CAB) টি-টোয়েন্টি চ্যালেঞ্জের। গতবার ক্লাবগুলোকে নিয়ে হয়েছিল এই টুর্নামেন্ট। এবার অবশ্য হবে সিএবির নিজস্ব ছ’টা টিমকে নিয়ে। শনিবার নিউটাউনের এক হোটেলে ড্রাফ্টিং হয়ে গেল। ছ’টা টিমের কোচ-ক্যাপ্টেন-মেন্টররা নিজেদের টিম গুছিয়ে নিলেন। ৭ সেপ্টেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হবে ইডেনে।
আইপিএলের মতোই দুটো করে লেগ থাকছে সিএবির টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টে। অর্থাৎ প্রত্যেকটা টিম একে অন্যের সঙ্গে দু’বার করে খেলবে। গ্রুপের চারটে টিম সেমিফাইনালে যাবে। শোনা গেল, প্রত্যেক দিন দুটো করে ম্যাচ থাকবে। দু’দিন অবশ্য তিনটে করে ম্যাচ দেওয়া হয়েছে। তবে গতবারের মতো বায়োবাবল তৈরি করে এবার এই টুর্নামেন্ট হচ্ছে না। মূলত বাংলার প্রাক মরশুম প্রস্তুতি হিসাবে এই টুর্নামেন্টকে ধরা হচ্ছে। ৪ নভেম্বর থেকে এবার সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি শুরু হয়ে যাচ্ছে। বাংলা গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে গুয়াহাটিতে। অক্টোবরের শেষদিকে টিম গুয়াহাটি উড়ে যাবে। কারণ টুর্নামেন্ট শুরু আগে পাঁচদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্রিকেটারদের।
টি-টোয়েন্টিতে বেশ কঠিন গ্রুপে রয়েছে বাংলা। মুম্বই, কর্নাটকের মতো টিম রয়েছে। যদিও সে’সব নিয়ে এখন থেকে কেউ ভাবতে চান না। বরং সবার লক্ষ্য এখন ভালভাবে প্রস্তুতি সেরে নেওয়া। অভিমন্যু ঈশ্বরণও ইংল্যান্ড থেকে ফিরে আসার পর এই টুর্নামেন্ট যোগ দেবেন। ইংল্যান্ড থেকেই তিনি বঙ্গ টিম ম্যানেজমেন্টকে ফোন করে জানিয়ে দেন যে, এই টুর্নামেন্টে তিনি খেলবেন।
গতবারের মরশুমটা অবশ্য একেবারেই ভাল যায়নি বাংলা দলের কাছে। টি-টোয়েন্টি আর বিজয় হাজারে দুটো টুর্নামেন্টেই ব্যর্থ হয়েছিল টিম। এবার অবশ্য ভাল কিছু করতে মরিয়া টিম বাংলা। তার আগে লক্ষ্য একটাই–ভালভাবে প্রাক মরশুম প্রস্তুতি সারা।
Here’s the team list of the six teams after the draft pick of @BYJUS #BengalT20Challenge powered by @FanCode today at @FairfieldHotels.#CAB pic.twitter.com/cMDeR38EI4
— CABCricket (@CabCricket) September 4, 2021
Ritwik Roy Chowdhury (C) of #KolkataHeroes, Abhishek Raman (C) of #DurgapurDazzlers, Arnab Nandi (C) of #KrishnanagarChallengers, Kazi Junaid Saifi (C) of #KharagpurBlasters, Anustup Majumdar (C) of #KanchenjungaWarriors & Sudip Chatterjee (C) of #BarrackporeBashers.#CAB pic.twitter.com/Y0v11Le5Sq
— CABCricket (@CabCricket) September 4, 2021
Selection committee chairman Subhomoy Das, Observer committee chairman Amalendu Biswas, Tour, Fixture & Technical committee chairman Subhankar Ghosh Dastidar, Tournament committee chairman Nitish Ranjan Dutta & Medical committee chairman Pradip Kr Dey together at the draft pick. pic.twitter.com/pdVwsLNWSr
— CABCricket (@CabCricket) September 4, 2021
Our President Mr. Avishek Dalmiya, Secretary Mr. Snehasish Ganguly, Jt. Secretary Mr. Debabrata Das and Treasurer Mr. Debasish Ganguly at the draft pick of @BYJUS Bengal T20 Challenge powered by @FanCode at @FairfieldHotels today.#CAB pic.twitter.com/VM9CrZEii7
— CABCricket (@CabCricket) September 4, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.