Advertisement
Advertisement

Breaking News

CAB Match Fixing Controversy

ময়দানে গড়াপেটা বিতর্কে নতুন চমক! টাউন, মহামেডানকে শোকজ করল সিএবি

আসল দোষী শাস্তি পাবে?

CAB issues show cause notice to town and mohammedan club due to fixing in club cricket

সিএবি-র চাপে ব্যাকফুটে মহামেডান-টাউন।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:March 12, 2024 10:38 am
  • Updated:March 12, 2024 2:27 pm  

স্টাফ রিপোর্টার: দিন কয়েক আগে সিএবি সুপার ডিভিশন ক্রিকেট লিগে মহামেডান (Mohammedan Sporting) বনাম টাউন (Town Club) ম‌্যাচে যেরকম ন‌্যক্কারজনক ঘটনা ঘটে, তা নিয়ে বঙ্গ ক্রিকেটমহলে রীতিমতো ছি-ছিক্কার পড়ে গিয়েছিল। সেই ম‌্যাচের ভিডিও ভাইরাল হয়ে যায়। দিন কয়েক আগে সিএবি-র (CAB) টুর্নামেন্ট কমিটির বৈঠকে এটা নিয়ে আলোচনা হয়েছিল। টুর্নামেন্ট কমিটি তা আবার অ‌্যাপেক্স কাউন্সিলে পাঠিয়ে দেয়। আর সোমবার, ১১ মার্চ সিএবির অ‌্যাপেক্স কাউন্সিলের বৈঠকে ঠিক করল, টাউন আর মহামেডান, দুটো ক্লাবকেই শোকজ করা হবে।

সিএবি ম‌্যাচের আম্পায়ার, পর্যবেক্ষক, স্কোরার প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেছে। আম্পায়ার, পর্যবেক্ষকের থেকে ম‌্যাচের রিপোর্টও নেওয়া হয়। সবার সঙ্গে আলোচনার পর, ওই রিপোর্ট দেখার পর সিএবি কর্তারা একটা ব‌্যাপারে একমত হন যে, সেদিন মাঠে আর যা-ই হোক ‘ক্রিকেট’ হয়নি।

Advertisement

[আরও পড়ুন: মাঠে নামতেই ‘ফিক্সার…ফিক্সার স্লোগান! মেজাজ হারালেন মহম্মদ আমির]

অ‌্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সবিস্তারে এটা নিয়ে আলোচনা হয়। তারপর সিদ্ধান্ত নেওয়া হয় যে দুটো ক্লাবকেই শোকজ করা হবে। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ‌্যায় (Snehasish Ganguly) বলছিলেন, “সেদিন যেটা হয়েছিল, তা ক্রিকেটের পক্ষে মোটেই ভালো বিজ্ঞাপন নয়। আমরা ঠিক করেছি যে দুটো ক্লাবকেই শোকজ করা হবে। তারপর সেটা অম্বুডসম‌্যানের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”

তবে ভিনরাজ্যের ক্রিকেটার খেলানো নিয়ে যে অভিযোগ জমা পড়েছিল, সেটা নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। অর্থাৎ কোনও টিমের কোনও পয়েন্ট আপাতত কাটা হচ্ছে না। তা আপাতত স্থগিত রাখা হয়েছে। ভিনরাজ্যের ক্রিকেটার খেলানোর ছাড়পত্র সংক্রান্ত নিয়ম স্পষ্টভাবে জানার জন‌্য বোর্ডের জেনারেল ম‌্যানেজার আবে কুরুভিল্লার কাছে চিঠি পাঠানো হচ্ছে। সিএবির আশা আগামী দু’তিনদিনের মধ্যে বোর্ডের তরফ থেকে সবকিছু জানিয়ে দেওয়া হবে। তারপর জরুরিভিত্তিতে অ‌্যাপেক্স কাউন্সিলের বৈঠক ডেকে ওই ইস‌্যুর নিষ্পত্তি করে দেওয়া হবে।

এর বাইরেও বেঙ্গল প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা হয়। বিপিএল নিয়ে সরকারি সিলমোহর এদিনের বৈঠকে পড়ে গিয়েছে। জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ছেলে ও মেয়েদের বিপিএল শুরু হবে। সতেরো দিন ধরে এই টুর্নামেন্ট চলবে। ইডেন আর সল্টলেকের যাদবপুর ক‌্যাম্পাসের মাঠে বিপিএল হবে। সিএবি চেষ্টা করছে আটটা ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করার।

[আরও পড়ুন: প্রথম ম্যাচ থেকেই কি সূর্যকে পাবে মুম্বই ইন্ডিয়ান্স? চলে এল বড় আপডেট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement