সদ্য অবসরপ্রাপ্ত প্রাক্তন ভারতীয় উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে সংবর্ধনা দিল সিএবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ অন্যরা। ছবি: সায়ন্তন ঘোষ
স্টাফ রিপোর্টার: মঞ্চের একদিকে একটা ছোট্ট ডাগআউট। যেখানে পরপর ঝুলে রয়েছে বিভিন্ন জার্সি, সাদা-হলুদ-নীল রংয়ের। কোনওটা টিম ইন্ডিয়ার, কোনওটা বাংলার। সঙ্গে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদের জার্সিও। রয়েছে কিছু প্যাড, গ্লাভস, ব্যাট, টুপি।
রবিবাসরীয় সন্ধ্যায় সমস্ত আয়োজনটাই একজনের জন্য। ঋদ্ধিমান সাহার জন্য। মাসখানেক আগেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। রবিবার জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটারকে বিদায় সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছিল সিএবি। অনুষ্ঠানে যোগ দিতে এসে আসে তাঁর জার্সি এবং কিট দিয়ে তৈরি করা ডাগআউট দেখতে ছুটলেন ঋদ্ধি। পরে বললেন, “আমার জন্য সিএবি এমন আয়োজন করবে, ভাবতে পারিনি। এজন্য সিএবি-কে ধন্যবাদ। আমার এই পর্যন্ত পৌঁছনোর পিছনে সিএবি এবং বিসিসিআইয়ের সহযোগিতার কথা বলতেই হবে। না হলে এই সাফল্য কোনওভাবেই পেতাম না।” এদিন ঋদ্ধির জানা-অজানা বিভিন্ন গল্প শোনা গেল মঞ্চে। ভিডিও বার্তায় শোনালেন ভিভিএস লক্ষ্মণ, শিখর ধাওয়ান, ঝুলন গোস্বামী, দীনেশ কার্তিকরা। লক্ষ্মণ যেমন ঋদ্ধির প্রথম রনজি ম্যাচে তাঁর বিরুদ্ধে খেলার পাশাপাশি জাতীয় দলের ড্রেসিংরুমে কাটানো সময়ের স্মৃতিচারণা করলেন।
রবিবার সশরীরে উপস্থিত হয়ে মঞ্চে ঋদ্ধির গল্প শোনালেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ঋদ্ধির ছোটবেলার কোচ জয়ন্ত ভৌমিক, স্ত্রী রোমি, প্রাক্তন সতীর্থ লক্ষ্মীরতন শুরু, অনুষ্টুপ মজুমদাররা। সৌরভ যেমন বলছিলেন, “ঋদ্ধিই দেশের সেরা উইকেটকিপার। মহেন্দ্র সিং ধোনির মতো তারকার আমলে ৪০টা টেস্ট খেলা মুখের কথা নয়। এদেশের ক্রিকেট ইতিহাসে অনেকেই আছেন যাঁরা অন্যের ছায়ায় ঢাকা পড়ে গিয়ছেন। সেদিক থেকে ঋদ্ধি ব্যতিক্রম।” অনুজ সতীর্থের প্রতি প্রাক্তন ভারত অধিনায়কের বার্তা, “তোমার সাফল্য, তোমার কৃতিত্বে আমি গর্বিত। খেলোয়াড় জীবন সবারই শেষ হয়। তবে একজন ভালো খেলোয়াড়ের বিদায়টাও ভালোভাবে হওয়া উচিত। সিএবি কর্তাদের ধন্যবাদ ঋদ্ধিকে এমন স্বীকৃতি দেওয়ার জন্য।”
ঋদ্ধির জন্য বিভিন্ন স্মারকের ব্যবস্থা করেছিল সিএবি। সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তুলে দিলেন রুপোর কিপিং গ্লাভস। কেকেআর-এর দেওয়া স্মারক ঋদ্ধির হাতে দিয়ে সৌরভ বললেন, “ঋদ্ধি বলল আমিই ওর প্রথম ক্যাপ্টেন। এরকম একজন ভালো ক্রিকেটারের ক্যাপ্টেন হওয়াটাও গর্বের। আগামীর জন্য শুভেচ্ছা তোমাকে।” এছাড়া সিএসকে, সানরাইজার্স, গুজরাত টাইটান্সের স্মারক তাঁকে দিলেন প্রবীর চক্রবর্তী, দেবব্রত দাস, অমলেন্দু বিশ্বাসের মতো সিএবি কর্তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.