সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিএবি (CAB) নির্বাচন নিয়ে সাসপেন্স অব্যাহত। রবিবার বঙ্গ ক্রিকেট নিয়ামক সংস্থায় মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। এখনও পর্যন্ত সৌরভ-বিরোধী শিবির আদৌ প্রার্থী দেবে কিনা সেটা যেমন স্পষ্ট হয়নি, তেমনি শাসক শিবিরের প্যানেলে কারা কারা থাকবেন, সেটা নিয়েও ধোঁয়াশা অব্যাহত। শোনা যাচ্ছে, শেষ মুহূর্তে নাকি শাসক শিবিরের প্যানেলে বড়সড় চমক থাকতে পারে। সৌরভের নাকি সিএবি সভাপতি পদে না লড়ারও সম্ভাবনা তৈরি হয়েছে।
সিএবির তরফে প্রথমে জানানো হয়, ২২ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। তবে পরে সেই সময়সীমা একদিন বাড়িয়ে ২৩ অক্টোবর করা হয়েছে। সূত্রের খবর, বঙ্গ ক্রিকেট নিয়ামক সংস্থার বর্তমান শাসক শিবির অর্থাৎ সৌরভের (Sourav Ganguly) প্যানেল মনোনয়ন দেবে একেবারে শেষ মুহূর্তে।
যদিও সৌরভের প্যানেল এখনও চূড়ান্ত হয়নি। সিএবির বর্তমান প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বিসিসিআইয়ের (BCCI) বড় পদ পেয়ে গিয়েছেন। সুতরাং সিএবির নির্বাচনে তিনি থাকবেন না। সেক্ষেত্রে সৌরভ যদি সভাপতি পদে না লড়েন, তাহলে তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ই হতে পারেন সভাপতি। সেক্ষেত্রে সচিব পদে আসতে পারেন প্রবীর চক্রবর্তী । আর সৌরভ যদি শেষ পর্যন্ত সভাপতি পদে লড়ার সিদ্ধান্ত নেন, তাহলে স্নেহাশিস হবেন সচিব। সহ-সভাপতি পদে প্রাক্তন ক্রিকেটার তথা বাংলার সদ্য প্রাক্তন কোচ অরুণ লালের (Arun Lal) নাম শোনা যাচ্ছে। তিনি মনোনয়ন সংগ্রহও করেছেন। যদিও শেষ পর্যন্ত তাঁকে সহ-সভাপতি করা হবে, নাকি প্লেয়ার-কাম মেন্টরের মতো কোনও পদে আনা হবে, সেটা এখনও স্পষ্ট নয়। তবে শেষ মুহূর্তে বড় কোনও চমক থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
দিন কয়েক আগে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে ঘোষণা করেছিলেন, তিনি সিএবি সভাপতি পদে নির্বাচনে লড়বেন। তাঁর বিরুদ্ধে নানারকম কুৎসা করা হচ্ছে, সেসবের জবাব দিতেই ভোটের ময়দানে অবতীর্ণ হতে চেয়েছিলেন ‘মহারাজ’। তারপরও অবশ্য সৌরভের আইসিসিতে (ICC) যাওয়া নিয়ে একটা জল্পনা ছিল। ২০ অক্টোবর আইসিসি চেয়ারম্যান নির্বাচনে মনোনয়ন দেওয়ার শেষদিন ছিল। সৌরভ মনোনয়ন না দেওয়ায় সে জল্পনায় ইতি পড়েছে। আপাতত যা পরিস্থিতি তাতে ভোট হলে সৌরভের সিএবি নির্বাচনে লড়ার কথা। তবে শেষপর্যন্ত তিনি লড়বেন কিনা, সেটা অবশ্য মহারাজই জানেন। আসলে ক্রিকেট যেমন অনিশ্চয়তার খেলা, ক্রিকেট রাজনীতিটাও তেমনই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.