ফাইল ছবি।
আলাপন সাহা: বুচিবাবু টুর্নামেন্ট দিয়ে ভারতের ঘরোয়া ক্রিকেটে আবার ফিরতে চলেছেন বোর্ড শাস্তিপ্রাপ্ত দুই ক্রিকেটার ঈশান কিষান এবং শ্রেয়স আইয়ার। ঘরোয়া ক্রিকেট খেলার বোর্ড নির্দেশ অমান্য করে জাতীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন যে দু’জন। ১৫ আগস্ট থেকে শুরু হচ্ছে বুচিবাবু টুর্নামেন্ট। যাকে লাল বলে প্রি সিজন টুর্নামেন্ট হিসেবেই ধরা হয়।
প্রথমে ঝাড়খণ্ড যে প্লেয়ার তালিকা জমা করেছিল, সেখানে ঈশানের নাম ছিল না। কিন্তু তার পর বাঁ হাতি উইকেটকিপার-ব্যাটার নিজেই বুচিবাবু টুর্নামেন্ট (Buchi Babu Tournament 2024) খেলার ইচ্ছে প্রকাশ করেন। যার পর টিমে তাঁকে অন্তর্ভুক্তও করা হয়েছে। ঠিক তেমনই বুচিবাবু টুর্নামেন্টে নামতে চলেছেন শ্রেয়স আইয়ারও। আগামী ২৭ আগস্ট জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে মুম্বই জার্সিতে নামতে চলেছেন তিনি।
চলতি বছর শ্রেয়স এবং ঈশান, দুই ক্রিকেটারকেই ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশিকা দিয়েছিল বোর্ড। তাঁদের দু’জনের দীর্ঘদিনের অনুপস্থিতি দেখে। কিন্তু বোর্ড নির্দেশিকা তাঁরা শোনেনি। পরিণতি হিসেবে, দু’জনকেই সোজা বাদ দিয়ে দেওয়া হয় জাতীয় চুক্তি থেকে। পরে শ্রেয়স ঘরোয়া ক্রিকেট খেলতে শুরু করেন। জাতীয় চুক্তি হারালেও শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজে তাঁকে খেলতে দেখা গিয়েছে। কিন্তু ঈশান কোথাও ডাক পাননি। তবে এবার ঝাড়খণ্ডীর অন্ধকার সময় কেটে গেলেও যেতে পারে। ধরেই নেওয়া হচ্ছে, লাল বলের বুচিবাবু টুর্নামেন্ট তিনি খেলছেন যখন, রনজি ট্রফিতেও তাঁকে খেলতে দেখা যাবে। যা খবর, তাতে রাজ্য নির্বাচকদের সেটা নাকি জানিয়েও দিয়েছেন ঈশান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.