সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৪৫ রানের জবাবে চার উইকেট খুইয়ে স্কোরবোর্ডে মাত্র ৫১। গাব্বা টেস্টে ধুঁকছে টিম ইন্ডিয়া। তবে এদিন বৃষ্টিই কার্যত ত্রাতা হয়ে উঠল রোহিত শর্মাদের কাছে। প্রথম সেশনে মাত্র ২২ রানে তিন উইকেট হারায় ভারত। কিন্তু দ্বিতীয় সেশন থেকে দফায় দফায় বৃষ্টি আসে ব্রিসবেনে। ফলে অধিকাংশ সময়েই বন্ধ থাকে খেলা। দিনের শেষে কোনওক্রমে ৫০ রানের গণ্ডি পেরিয়েছে ভারত।
সোমবার ব্রিসবেনে ৬৭ শতাংশ বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে প্রথম সেশনে খেলা হয়েছে গাব্বায়। শেষের তিন উইকেট হারিয়ে ৪৪৫ রানে থামে অজিরা। রানের পাহাড় তাড়া করতে নেমে শুরু থেকেই বেসামাল হয়ে পড়ে ভারত। মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডের দাপটে ভারতের টপ অর্ডার কার্যত উড়ে যায়। খারাপ শটে উইকেট ছুড়ে দিয়ে আসেন যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল। অতিরিক্ত আগ্রাসী শট খেলতে গিয়ে স্টার্কের শিকার হলেন দুই তরুণ ব্যাটারই। দুজনের সংগ্রহ যথাক্রমে ৪ এবং ১ রান। তৃতীয় ওভারেই দুই উইকেট খোয়ায় ভারত।
মধ্যাহ্নভোজের আগে শেষ বলে আউট হন বিরাট কোহলি। নিজের পুরনো রোগেই হ্যাজেলউডের বলে আউট হলেন তিনি। অফসাইডের বাইরের বল তাড়া করতে গিয়ে আলতো খোঁচা দেন কোহলি। বল গিয়ে জমা পড়ল কিপারের দস্তানায়। ১৬ বল খেলে মাত্র তিন রান করে প্যাভিলিয়নে ফিরতে হল বিরাটকে।
মধ্যাহ্নভোজের বিরতির পর থেকেই নাগাড়ে বৃষ্টি নামে ব্রিসবেনে। দফায় দফায় ভারি বর্ষণের জেরে বারবার খেলা বন্ধ করে দিতে হয়। প্রথম সেশন শেষ হওয়ার পরে সারাদিনে সাকুল্যে ১০ ওভার খেলা হয়েছে গাব্বায়। তাতেও এক উইকেট খোয়ায় ভারত। অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে আউট হন ঋষভ পন্থ। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে এই নিয়ে তৃতীয়বার পন্থকে প্যাভিলিয়নে ফেরালেন কামিন্স। তবে উলটো দিকে একের পর এক উইকেট পড়তে থাকলেও ক্রিজ কামড়ে টিকে থেকেছেন রাহুল। ৬৪ বল খেলে ৩৩ রান করেছেন, ওপেন করতে নেমে। চারটি বাউন্ডারিও মারেন তিনি। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৫১। রাহুলের সঙ্গে ক্রিজে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.