সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডস টেস্ট (Lord’s Test) জিতলেও লিডসে তৃতীয় টেস্টে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়কেই ম্যাচ হারের মূল কারণ হিসেবে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। টিম ইন্ডিয়ার অন্যান্য ব্যাটসম্যানদের পাশাপাশি ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ঋষভ পন্থের ব্যাটিং নিয়েও। নেটিজেনদের অনেকেই দাবি তুলছেন অবিলম্বে পন্থকে বসিয়ে তাঁর জায়গায় ঋদ্ধিমান সাহাকে যেন প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়।
অস্ট্রেলিয়া সিরিজে অ্যাডিলেড টেস্টের পর একাদশে এসেছিলেন। সেই থেকে উইকেটের পেছনে টেস্টে ঋষভ পন্থই অটোমেটিক চয়েস ভারতীয় দলের। অজিদের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এরপর ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দিল্লির উইকেটকিপার ব্যাটসম্যানকেই প্রথম একাদশে রেখেছিলেন বিরাট কোহলি। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর ৩ টেস্টে ব্যাট হাতে ব্যর্থতাই সঙ্গী ঋষভের। তিনটি টেস্টে ৫টি ইনিংসে পন্থের রান যথাক্রমে ২৫, ৩৭, ২২, ২ ও ১। সব মিলিয়ে ৮৭ রান। গড় ১৭.৪। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধিমানকে ফেরানোর দাবি উঠেছে।
হেডিংলে টেস্টে হারের পরই সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, ”এবার সময় এসেছে ঋদ্ধিকে প্রথম একাদশে ফিরিয়ে আনার। সাহারও সমান সুযোগ পাওয়া উচিত, যেমন পন্থ পেয়েছেন।” আর একজন লিখেছেন, ”ঋদ্ধিকে পরের ম্যাচেই প্রথম একাদশে ফেরানো হোক।”
আরেক নেটিজেন তো আবার পরের টেস্টের জন্য প্রথম একাদশও সাজিয়ে দিয়েছেন। সেখানে প্রথম একাদশে তিনি হনুমা, ঋদ্ধি, শার্দূল ও অশ্বিনকে অন্তর্ভূক্তির দাবি তুলেছেন। আর একজন আবার প্রথম একাদশে ওভালে ইশান্তের বদলি হিসেবে অশ্বিনকে চেয়েছেন। রাহানের বদলি হিসেবে মায়াঙ্ক ও সূর্যকুমারের মধ্যে একজনকে খেলাতে চেয়েছেন। আর পন্থের বদলি হিসেবে চেয়েছেন ঋদ্ধিমানকে।
It’s time for wriddhiman saha to bring back in playing 11 in place of pant!! And saha should be given equal chances as equal as pant get!!#ENGvsIND #INDvENG #INDvsENG
— cricketdon😎 (@cricket__143) August 28, 2021
Bring back don Saha in next match 😍
— Rishav Raj (@risonustark1) August 28, 2021
#ENGvsIND England condition in India..so don’t feel sad.we can fight back like what did in Australia.we can win in any overseas condition but they not.but we should make some changes in next match
For 4th test
Rohit
Rahul
Pujara
Vk
Vihari
Saha
Ashwin
Thakur
Shami
Bumrah
Siraj pic.twitter.com/PWC1Z0dkUJ— Cover Drive 🏏 (@CoverDrive17) August 28, 2021
Now some changes should be made in the next match.
– Ashwin replaces Ishant.
– Mayank Agarwal/Suryakumar Yadav replaces Rahane.
– Wriddhiman Saha in place of Rishabh Pant.#ENGvIND— Hemant Kumar 🇮🇳 (@Hemantkumar398) August 28, 2021
@RaviShastriOfc @imVkohli @ImRo45 @bhogleharsha
Shastri Sir, team selection is the topic of discussion. Next match give a thought about it.
Wriddhiman Saha for Pant
Mayank Aggarwal for Rahul
Ashwin for Jadeja
Axar for Ishant— Iftikhar (@iftekhar283) August 28, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.