ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির আগে ভালো রকম চাপে রয়েছেন ভারতের দুই মহাতারকা ব্যাটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা। দু’জনের অফ ফর্ম নিয়ে নিরন্তর কাটাছেঁড়া চলছে। এক-একজন ক্রিকেট বিশেষজ্ঞ এক এক রকম দাওয়াই বাতলে দিচ্ছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন প্রাক্তন অস্ট্রেলীয় পেসার ব্রেট লি-ও। যিনি সাফ বলে দিলেন, ফর্মে ফিরতে গেলে টেকনিক নিয়ে খাটাখাটনি করতে হবে বিরাট-রোহিতকে। একই সঙ্গে ‘রিসেট বাটন’-এ চাপও দিতে হবে।
দশ দিনেরও কম সময়ে শুরু হয়ে যাচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ফলাফলে টেস্ট সিরিজ হেরে ভারত এমনিই প্রবল চাপে। তার উপর টিমকে ভোগাচ্ছে দুই ব্যাটিং স্তম্ভের ফর্ম। ‘‘পরপর কয়েকটা ম্যাচে রান না পেলে যে কোনও ব্যাটার চাপে পড়ে যাবে। তাই আমার মতে, রোহিত-বিরাটের উচিত, ক্রিকেটের প্রথম পাঠে ফিরে যাওয়া,’’ নিজের ইউটিউব চ্যানেলে বলে দিয়েছেন লি। যিনি নিশ্চিত, ক্রিকেটের সহজ পাঠ নতুন করে আবার আয়ত্ত করতে পারলে দ্রুতই ফর্মে ফিরবেন কোহলি-রোহিত। প্রখ্যাত অস্ট্রেলীয় পেসারের কথায়, ‘‘মনে রাখতে হবে, বিরাট আর রোহিত দু’জনেই চ্যাম্পিয়ন ক্রিকেটার। ক্রিকেটের সাধারণ বিষয়গুলো সবচেয়ে ভালো জানে ওরা। তাই ওদের স্রেফ রিসেট বাটনটা টিপতে হবে।’’
তবে লি-র মনে হচ্ছে, বিরাট-রোহিতের অফ ফর্মের সুযোগটা নিতে চাইবেন অস্ট্রেলীয় পেসাররা। মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউড-প্যাট কামিন্সরা চাইবেন নতুন বল যতটা সম্ভব ব্যবহার করে দুই ভারতীয় ব্যাটারকে বিপাকে ফেলতে। ‘‘বিরাট-রোহিতকে নিজেদের টেকনিক নিয়ে একটু ভাবতে হবে। খাটতে হবে। পরিষ্কার বলছি, অস্ট্রেলীয় পেস ব্যাটারি কিন্তু ওদের দু’জনকে নতুন বল ব্যবহার করে ঘায়েল করতে চাইবে,’’ বলে দিয়েছেন লি। যাঁর মনে হচ্ছে, সম্প্রতি একটু অতি আগ্রাসী হতে গিয়ে ভুগছেন রোহিত-বিরাট। ‘‘একেবারে নির্দিষ্ট করে বলা মুশকিল যে কেন ওরা পারছে না? দারুণ যে টেকনিকগত ভুলভ্রান্তি দেখতে পাচ্ছি, সেটাও বলব না। তবে রোহিতকে দেখে মনে হচ্ছে, ও একটু বেশি আগ্রাসী হতে চাইছে,’’ বলে দিয়েছেন লি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.