Advertisement
Advertisement

Breaking News

COVID-19

কামিন্সের পর ব্রেট লি, করোনা মোকাবিলায় ভারতকে আর্থিক অনুদান অজি তারকার

ভারত তাঁর কাছে সেকেন্ড হোম। বলছেন লি।

Brett Lee donates 1 Bitcoin to aid India's fight against COVID-19 pandemic | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 27, 2021 9:56 pm
  • Updated:April 27, 2021 9:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Corona Virus) মোকাবিলায় ভারতের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন প্যাট কামিন্স। কেকেআর তারকার পর এবার ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ব্রেট লি। অক্সিজেন কেনার জন্য ভারতকে মোটা অঙ্কের অনুদান দিতে চলেছেন তিনি।

ভারতের প্রতি তাঁর ভালবাসার কথা কারও অজানা নয়। বিভিন্ন সময় নানা সাক্ষাৎকারে সে প্রসঙ্গ বারবার উঠে এসেছে অজি তারকার মুখে। দীর্ঘদিন আইপিএলে (IPL) খেলার সূত্রে এদেশের সঙ্গে আরও বেশি আত্মীক যোগ গড়ে উঠেছিল। তাই তো মঙ্গলবার টুইট করে ব্রেট লি জানিয়ে দিলেন, ভারত তাঁর কাছে সেকেন্ড হোম। সেই কারণেই এই দেশের সংকটের দিনে পাশে দাঁড়াতে চান। ১ বিটকয়েন অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক ৪৩ লক্ষ টাকা ক্রিপ্টো রিলিফে দান করবেন তিনি। যে অর্থ দিয়ে অক্সিজেন কিনে দেশের বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়া হবে।

Advertisement

[আরও পড়ুন: আইপিএলে করোনা টিকাকরণ, ভ্যাকসিন পাবেন দেশি ক্রিকেটাররা, বিদেশিরা ব্রাত্যই]

“ভারত সবসময়ই আমার কাছে সেকেন্ড হোম। ক্রিকেট কেরিয়ারে তো বটেই, খেলা থেকে অবসর নেওয়ার পরও এই দেশের মানুষের অনেক ভালবাসা পেয়েছি। সেই জন্যই এই জায়গার প্রতি আমার একটা অন্যরকম টান রয়েছে। বর্তমানে অতিমারী ভীষণভাবে ভুগছে ভারতের মানুষ। যা দেখে সত্যিই মন খারাপ হয়ে যাচ্ছে। আমার সাধ্যমতো তাই মানুষের পাশে দাঁড়াতে চাই। আমি ক্রিপ্টো রিলিফকে এক বিটকয়েন অনুদানের সিদ্ধান্ত নিয়েছি। যারা অক্সিজেন কিনে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে পারবে।” টুইটারে লেখেন ব্রেট লি।

সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পিএম কেয়ার্সে (PM CARES) ৫০ হাজার ডলার অর্থ অনুদান হিসেবে দিয়ে নজর কেড়েছেন কেকেআর তারকা কামিন্স। বিদেশি হয়েও ভারতের দুর্দিনে পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন অজি তারকা। অতিমারীর সময় অন্যদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আরজি জানিয়েছিলেন তিনি। এবার এক প্রাক্তন নাইট তারকাই সেই আহ্বানে সাড়া দিলেন।

[আরও পড়ুন: করোনার ভয়াবহতার মধ্যে কীভাবে এত টাকা খরচ করে IPL হচ্ছে? প্রশ্ন তুললেন অ্যান্ড্রু টাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement