Advertisement
Advertisement
Virat Kohli

Virat Kohli: বিরাট ‘স্বার্থপর’! প্রশ্ন শুনেই মাথা গরম করলেন ব্রায়ান লারা

কোহলিকে 'বিরাট' সার্টিফিকেট দিলেন লারা।

Brain Lara slams critics calling Virat Kohli during the World Cup 2023। Sangbad Pratidin

বিরাটের পাশে দাঁড়িয়ে নিন্দুকদের একহাত নিলেন ব্রায়ান লারা।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 8, 2023 1:58 pm
  • Updated:December 8, 2023 1:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (ICC World Cup 2023) ফাইনালে হারতে হয়েছিল। অস্ট্রেলিয়ার (Australia) কাছে ৬ উইকেটে হারের জন্য টিম ইন্ডিয়ার (Team India) কাপ জয় অধরা রয়ে গিয়েছে। একরাশ হতাশা নিয়ে ১৯ নভেম্বরের রাতে মাঠ ছেড়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে তাতে কি! কাপযুদ্ধে ব্যাটার বিরাট ছিলেন অপ্রতিরোধ্য। ১১ ম্যাচে ৭৬৫ রান করে শীর্ষে ছিলেন কিং কোহলি (King kohli)। তবুও বিরাটকে কটাক্ষ হজম করতে হয়েছে। শুনতে হয়েছে ভারতীয় দলের মহাতারকা নাকি গোটা প্রতিযোগিতায় ‘স্বার্থপর’-এর মতো ব্যাট করেছেন! সেই প্রশ্ন শুনতেই মাথা গরম করলেন ব্রায়ান লারা (Brain Lara)।

ক্রিকেটের রাজপুত্র বলেন, “যারা বলছেন বিরাট বিশ্বকাপে স্বার্থপর’-এর মতো ব্যাট করেছে, তাদের প্রতি আমার করুণা হয়। বিরাট ওর কেরিয়ারে যত রান করেছে, তত রান অনেকেই করতে পারেনি। তাই নিন্দুকদের মুখ বন্ধ করে বিরাটের ব্যাটিং দেখা উচিত।

Advertisement

[আরও পড়ুন: গম্ভীরের সঙ্গে ঝামেলার পর বড়সড় আইনি বিপাকে শ্রীসন্থ, পেলেন নোটিস]

গত বিশ্বকাপে একাধিক নজির গড়েছিলেন বিরাট। নিজের ৩৫তম জন্মদিনে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে করেছিলেন একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান। শচীন তেণ্ডুলকরকে (Sachin Tendulkar) ছুঁয়েছিলেন বিরাট। এর পর নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে সেমিফাইনালে একদিনের ক্রিকেটে ৫০তম শতরান সেরে টপকে যান তাঁর ‘আইকন’-কে। সেই প্রসঙ্গ টেনে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) প্রাক্তন অধিনায়ক ফের যোগ করেছেন, “শুধু বিরাট নয়, শচীন এবং আমাকেও এমন কটাক্ষ হজম করতে হয়েছিল। অনেকেই বলতেন আমরা নাকি নিজের জন্য খেলতাম! কথাগুলো শুনে মাঝেমধ্যে মাথা গরম হয়ে যেত। অনেক সময় আবার হেসে ফেলতাম। আমার ধারণা বিরাটও নিন্দুকদের পাত্তা দেয় না।”

যদিও লারা মনে করেন বিরাট ফিটনেসের শিখরে থাকলেও শচীনের গড়া ১০০টি শতরানের নজির ভাঙতে পারবেন না। ৩৫ বছরের বিরাট এই মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চে ৮০টি শতরান করে ফেলেছেন। ‘মাস্টার ব্লাস্টার’-কে টপকাতে হলে তাঁকে আরও ২১টি শতরান করতে হবে। ক্যারিবিয়ান কিংবদন্তির আরও দাবি, বিরাট যদি প্রতি বছর পাঁচটি শতরান করেন, তাহলেও সেই রেকর্ড গড়তে তাঁর লেগে যাবে আরও চার বছর। তখন বিরাটের বয়স হবে ৩৯ বছর। তাই লারা ভারতের মহাতারকার এই মাইলস্টোন গড়াকে কঠিন কাজ বলে মনে করেন।

[আরও পড়ুন: খারাপ পিচে খেলেই বিশ্বকাপ ফাইনালে হার ভারতের? রেটিং প্রকাশ করল ICC]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement