ফাইল ছবি।
স্টাফ রিপোর্টার: ইডেনে (Eden Gardens) চেন্নাই সুপার কিংস এবং কেকেআর ম্যাচের আগে টুইটারে আগ্নেয়াস্ত্রের ছবি-সহ যে হুমকি সূচক পোস্ট করা হয়েছিল, সেটি আসলে করেছিল বিহারের এক নাবালক। এমনটাই জানাল কলকাতা পুলিশের সাইবার সেল। ওই নাবালককে কলকাতায় ডেকে পাঠানো হয়েছে।
গত রবিবার ইডেনে কেকেআর ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ম্যাচের ঠিক আগে আগ্নেয়াস্ত্র-সহ ছবি দিয়ে হুমকি টুইটারে পোস্ট করা হয়েছিল। সেটি পোস্ট করা হয় বিহারের দারভাঙা থেকে। যে অস্ত্রগুলির ছবি দিয়ে পোস্ট করা হয়েছিল সেগুলিও আসল নয়, গুগুল থেকে ডাউনলোড করা। কেকেআর ভক্ত এক নাবালক ওই পোস্টটি করেছিল। নাবালককে নোটিস দিয়ে লালবাজার ডেকে পাঠানো হয়েছে বলে খবর।
গত রবিবার ইডেনে ফের সিএসকে (CSK) ও কেকেআরের (KKR) ম্যাচের আগে নিষিদ্ধ আগ্নেয়াস্ত্রে ছবি টুইটারে পোস্ট করে। সঙ্গে লেখে ‘বিগ মিশন টুডে’। এরপর তদন্তে নামে লালবাজার সাইবার সেল। লালবাজার জানিয়েছে, বিহারের দাদ্বশ শ্রেণির এক ছাত্র কেকেআর ভক্ত। ২০২১ সালে আইপিএলে চেন্নাই সুপার কিংসের কাছে কলকাতা নাইট রাইডার্সের পরাজয় মেনে নিতে পারেনি সে। এবার যে নাইটরা হারবে না, তার বার্তা দিতে ওই পোস্ট করেছিল।
ওই কিশোর নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিয়েছে এবং পোস্টটি মুছে দিয়েছে। খেলার ছলে করা তাঁর এই পোস্ট যে এতটা গুরুত্ব পেয়ে সেটা সে বুঝতে পারেনি। ওই নাবলককে অভিভাবককে সঙ্গে নিয়ে লালবাজারে হাজিরা দিতে নোটিসও পাঠানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.