Advertisement
Advertisement

Breaking News

Yashasvi Jaiswal

একাই ৩ ক্যাচ মিস যশস্বীর! ক্ষুব্ধ রোহিত, ‘ম্যাচ মিস’ হবে না তো?

টানটান ম্যাচে ৩ ক্যাচ মিসের মূল্য চোকাতে হতে পারে ভারতকে।

Boxing Day Test: Yashasvi Jaiswal drops 3 catches on Day 4
Published by: Subhajit Mandal
  • Posted:December 29, 2024 10:41 am
  • Updated:December 29, 2024 10:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাচ মিসে ম্যাচ মিস। আদিম ক্রিকেটীয় প্রবাদ ফের সত্যি হবে না মেলবোর্নে? অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে যেভাবে যশস্বী জয়সওয়াল ৩টি ক্যাচ ফেললেন, তাতে বক্সিং ডে টেস্টে ভারতের অবধারিত কামব্যাকের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে না তো?

রবিবার ম্যাচের চতুর্থ দিন একাই ৩টি ক্যাচ ছাড়লেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। যার মধ্যে অন্তত একটি ক্যাচ নিশ্চিতভাবে নেওয়া উচিত ছিল যশস্বীর। আন্তর্জাতিক ক্রিকেটের নিরিখে বাকি দুটো ক্যাচও খুব যে কঠিন ছিল তেমন নয়। বিশেষ করে যশস্বীর মতো তরুণের পক্ষে। ভালো ফিল্ডার হিসাবেও সুনাম আছে তাঁর।

Advertisement

যশস্বী প্রথম ক্যাচ ছাড়েন উসমান খোয়াজার। লেগ গালিতে ফিল্ডিং করার সময় খোয়াজার একটি ফ্লিক শট সোজা তাঁর হাতে যায়। কিন্তু বলের গতি বুঝতে না পেরে সেই ক্যাচ ফসকান যশস্বী। ওই ক্যাচ মিসের পর আরও ১৯ রান করেন খোয়াজা। যশস্বী দ্বিতীয় ক্যাচটি ছাড়েন সেটি গলি ক্রিকেটেও যে কেউ লুফে নেন। ক্যাচটি আবার ছিল ফর্মে থাকা লাবুশেনের। স্লিপে দাঁড়িয়ে সহজ ক্যাচটি যখন যশস্বী ছাড়লেন তখন লাবুশেনের স্কোর ৪৬ রান। ইতিমধ্যেই তিনি আউট হয়েছেন ৭০ রানে। অর্থাৎ আরও ২৪ রান যোগ করে। যশস্বী যখন লাবুশানের ক্যাচ ছাড়লেন তখন অধিনায়ক রোহিত নিজের হতাশা গোপন করলেন না। তাঁর ক্ষোভ প্রকাশ্যে চলে এল। যশস্বীকে কিছু না বললেও শূন্যে হাত ছুঁড়তে দেখা গেল ভারত অধিনায়ককে। যশস্বীর বিড়ম্বনা তখনও শেষ হয়নি। প্যাট কামিন্স যখন ২০ রানে ব্যাট করছিলেন, তখন সিলি পয়েন্টে দাঁড়িয়ে তাঁর ক্যাচও ছাড়লেন তিনি। যদিও এবার সুযোগটা বেশ কঠিন ছিল।

ওই ৩ ক্যাচ না ছাড়লে হয়তো দেড়শোর মধ্যেই অলআউট করে দেওয়া যেত অস্ট্রেলিয়াকে। সেটা হলে মেলবোর্নে জয়ের সম্ভাবনা বাড়ত ভারতের। এখন আশঙ্কা একটাই, যশস্বীর এই তিন ক্যাচ মিসে ভারতের ম্যাচ মিস হবে না তো?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement