Advertisement
Advertisement
Yashasvi Jaiswal

প্রথম ইনিংসে ০, দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি, পারথে কামব্যাকের নাম যশস্বী

প্রথম ইনিংসে ০ রানে আউট হয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে দারুণ ছন্দে যশস্বী।

Border Gavaskar Trophy: Yashasvi Jaiswal hits century in Perth test, broke Sunil Gavaskar record

ছবি: দেবাশিস সেন।

Published by: Anwesha Adhikary
  • Posted:November 24, 2024 8:22 am
  • Updated:November 24, 2024 2:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ইনিংসে কোন রান না করেই ফিরতে হয়েছিল প্যাভিলিয়নে। মিচেল স্টার্কের বল তাড়া করে যেভাবে আউট হয়েছিলেন, তাতে প্রশ্ন উঠেছিল, আদৌ কি অস্ট্রেলিয়ার কঠিন পিচে খেলার মানসিকতা আছে তাঁর? কিন্তু দ্বিতীয় ইনিংসেই সমালোচকদের চুপ করিয়ে দিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। পারথ টেস্টের (Border Gavaskar Trophy) দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে তরুণ তুর্কির মুখে চওড়া হাসি। জশ হ্যাজেলউডের বলে বিরাট ছক্কা হাঁকিয়ে শতরান পূরণ করলেন ভারতীয় ওপেনার। 

পারথ টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। ওপেন করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই অযথা আগ্রাসী শট খেলতে গিয়ে উইকেট ছুড়ে দেন যশস্বী। কিন্তু প্রথম ইনিংসের ভুল দ্বিতীয় দিনেই শুধরে নিয়েছেন তরুণ তুর্কি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ধৈর্য্য ধরে ইনিংস সাজিয়েছেন। স্বভাববিরুদ্ধভাবে ৫০-এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন স্টার্ক-কামিন্সদের বিরুদ্ধে। তাতেই সাফল্য। ২০৬ বল খেলে সেঞ্চুরি হাঁকালেন। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে জীবনের প্রথম অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন।

Advertisement

অস্ট্রেলিয়ায় অভিষেক টেস্টে সর্বোচ্চ ১১৩ রান করার নজির ছিল সুনীল গাভাসকরের দখলে। ১৯৭৭-৭৮ সফরে এসে সেই নজির গড়েছিলেন তিনি। রবিবার সেই নজিরও ফিকে হয়ে গেল যশস্বীর দাপটে। বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে নেমে গাভাসকরের নজির ভেঙে দিলেন তরুণ ওপেনার। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সেরা ওপেনিং জুটি হিসাবেও নতুন রেকর্ড গড়লেন তিনি। কে এল রাহুলের সঙ্গে জুটিতে উঠল ২০১ রান। এর আগে অস্ট্রেলিয়ায় ভারতের সেরা ওপেনিং পার্টনারশিপ ছিল ১৯১ রানের। গাভাসকরের সঙ্গে কৃষ্ণমাচারি শ্রীকান্তের জুটিতে ১৯৮৬ সালে এই নজির গড়েছিল ভারত।

যশস্বীর নজির এখানেই শেষ নয়। পারথে ভারতীয় হিসাবে সর্বোচ্চ রানের ইনিংসও খেলে ফেলেছেন তরুণ তারকা। এর আগে সর্বোচ্চ ১১৪ রান করেছিলেন শচীন তেণ্ডুলকর। মধ্যাহ্নভোজের বিরতির আগে সেই রেকর্ড ভেঙেছেন যশস্বী। আপাতত তিনি ১৪১ রানে ব্যাট করছেন। শচীনের পর দ্বিতীয় কনিষ্ঠতম হিসাবে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করার নজির যশস্বীর দখলে। তবে যশস্বী দাপট দেখালেও ৭৭ রান করে আউট হয়ে গিয়েছেন কে এল রাহুল। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ২৭৫/১। অজিদের বিরুদ্ধে ৩২১ রানে এগিয়ে ভারত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement