Advertisement
Advertisement
Virat Kohli

‘বাকিদেরও একটু বুদ্ধি দিন’, গাভাসকরের পরামর্শের পালটা কোহলির ছোটবেলার কোচের

'দুটো ইনিংসে ব্যর্থ হলেই কারওর অফ ফর্ম হয়ে যায় না', মনে করিয়ে দিচ্ছেন কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা।

Border Gavaskar Trophy: Virat Kohli's coach Rajkumar Sharma slammed Sunil Gavaskar on his Sachin Tendulkar advice

সুনীল গাভাসকর ও বিরাট কোহলি। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:December 18, 2024 1:27 pm
  • Updated:December 18, 2024 1:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারথে সেঞ্চুরির পর আশা করা গিয়েছিল বাকি দুটি টেস্টে জ্বলে উঠবেন বিরাট কোহলি। কিন্তু অ্যাডিলেড ও ব্রিসবেনে ব্যর্থ হয়েছেন তিনি। যে কারণে বিরাটকে পরামর্শ দিয়েছিলেন সুনীল গাভাসকর। কিন্তু শুধু বিরাটই কেন? ভারতের অধিকাংশই ব্যাটারই তো ব্যর্থ। এই প্রশ্ন তুলে গাভাসকরকে নিশানা করলেন কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা।

সংবাদসংস্থা পিটিআইকে তিনি বলেন “সুনীল গাভাসকর সেরা ক্রিকেটার ছিলেন। তাঁর পরামর্শ সবসময়ই স্বাগত। কিন্তু আশা করব, উনি বাকিদেরও ব্যাটিং নিয়ে পরামর্শ দেবেন। বিরাট ২০০৮ থেকে পারফর্ম করে আসছে। মাত্র দুটো ইনিংসে ব্যর্থ হয়েছে বলেই এটা মনে করা উচিত নয় যে বিরাটের অফ ফর্ম চলছে। এই সিরিজেই ও সেঞ্চুরি করেছে। এই সিরিজে আর কতজন সেঞ্চুরি পেয়েছে?”

Advertisement

উল্লেখ্য, গাব্বায় প্রথম ইনিংসে অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছিলেন বিরাট। রীতিমতো ফাঁদে ফেলে ৩ রানের মাথায় তাঁকে ফিরিয়ে দেন হ্যাজেলউড। যা দেখে হতাশ সুনীল গাভাসকর। তিনি বলেছিলেন, “অনুশীলনে তুমি যাই করো না কেন, ম্যাচের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। এখানে একটা বাজে শট খেললেই তুমি আউট।” সেই সূত্রে গাভাসকর তুলে এনেছিলেন শচীন তেণ্ডুলকরের ২০ বছর পুরনো সিডনি টেস্টের কথা।

গাভাসকর বলেছিলেন, “আমার মতে কোহলির উচিত শচীনের ২০০৪-র ইনিংস একবার ফিরে দেখা। সেখানেও প্রথম তিনটি টেস্টে শচীন অফ স্ট্যাম্পে আউট হয়েছিল। কিন্তু সিডনিতে এসে ও ঠিক করে, কভারের দিকে আর খেলবেই না। ও মিড অফের ডানদিকে খেলেছে, বোলারদের ফলো থ্রুতে খেলেছে, মাঠের অন্য সব জায়গায় খেলেছে। কিন্তু কভার ড্রাইভ একেবারেই খেলেনি। সম্ভবত ২০০-২২০ করার পরই একবার মাত্র ওখানে শট মেরেছিল। নিজের মনের উপর এরকম নিয়ন্ত্রণ থাকা উচিত।” কিন্তু রাজকুমার শর্মার বক্তব্য, বারবার কেন বিরাটকেই ‘পরামর্শ’ শুনতে হয়? এবার সবাইকেই ‘পরামর্শ’ দিন গাভাসকর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement