ছবি: দেবাশিস সেন
শুভায়ন চক্রবর্তী, ব্রিসবেন: পারথে সেঞ্চুরি, অ্যাডিলেডে ব্যর্থতা। কোহলির ফর্মের আকাশে মেঘ-বৃষ্টির খেলা অব্যাহত। কিন্তু তিনি যে কামব্যাকের রাজা। শত ব্যর্থতা মুছে বার বার নিজেকে প্রমাণ করেন কোহলি। ঐতিহাসিক গাব্বায় নামার আগে নিবিড় অনুশীলনে মগ্ন তিনি। আর সেই সঙ্গে ‘পেপ টকে’ উদ্ধুদ্ধ করলেন টিম ইন্ডিয়াকে।
ব্রিসবেনে নামার আগে ভারতীয় দলের যা অবস্থা, তাতে ‘ভোকাল টনিক’-এর দরকার আছে। বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ব্যাটিং লাইন আপ। বল হাতে বুমরাহ ছাড়া কেউই আগুন ঝরাতে পারেননি। সিরিজ হারের ভয়, টেস্ট বিশ্বকাপ ফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা। সব মিলিয়ে বেকায়দায় রোহিতরা। বিরাটের পেপ টকে কি গত সফরের মতো এবারও ‘কামব্যাক’ হবে টিম ইন্ডিয়ার?
দলের কামব্যাকের সঙ্গে নিজের রাজকীয় প্রত্যাবর্তনের জন্য তৈরি হচ্ছেন বিরাট কোহলি। ‘পেপ টক’-এর পর গা ঘামিয়ে সোজা চলে গেলেন স্লিপে ক্যাচিংয়ের অনুশীলনে। তার পর প্রায় দেড় ঘণ্টা মগ্ন রইলেন ব্যাটিংয়ে। অফসাইডের বাইরের বল একের পর ছাড়লেন। গাব্বার পিচে ভালোমতোই বাউন্স থাকবে। তার জন্য অনেক বল খেললেন ব্যাকফুটে এসে। সেখানে কাট মারলেন, পুল হাঁকালেন। দীর্ঘ নেটসেশনে ব্যাকফুট পাঞ্চ ও কভার ড্রাইভও রইল তাঁর ভবিষ্যতের অস্ত্র হিসেবে।
রোহিত শর্মাকে দেখা গেল যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজার সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বলতে। তবে ভারতের জন্য আশার খবর, চোটের আতঙ্ক কাটিয়ে বল করলেন জশপ্রীত বুমরাহ। প্রথমে কিছুক্ষণ স্পিন বল করলেন। তার পর অবশ্য চেনা রান আপেই ফিরে এলেন। রাহুল ও যশস্বীকে বুমরাহর গতি সামলাতে হল। তবে একটা প্রশ্নের উত্তর এখনও মেলেনি। রোহিত কি ওপেনিংয়েই ফিরে আসবেন? নাকি রাহুলকে উপরে পাঠিয়ে আগের টেস্টের মতো ৬ নম্বরেই নামবেন? ভারতকে জয়ের সরণিতে ফিরতে কিন্তু হিটম্যানকেও রানে ফিরতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.