Advertisement
Advertisement
Border Gavaskar Trophy

রোহিত প্রথম টেস্ট না খেললে পুরো সিরিজেই অধিনায়কত্ব করুক বুমরাহ, বক্তব্য ‘অসন্তুষ্ট’ গাভাসকরের

বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ভারত অধিনায়ক রোহিত শর্মার খেলা অনিশ্চিত। কারণ, তাঁর স্ত্রী দ্বিতীয়বার সন্তানসম্ভবা।

Border Gavaskar Trophy: Sunil Gavaskar thinks Jasprit Bumrah should be the Captain of all test
Published by: Arpan Das
  • Posted:November 5, 2024 10:51 am
  • Updated:November 5, 2024 10:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল‌্যান্ডের কাছে দেশের মাটিতে টেস্ট সিরিজে ০-৩ লজ্জার হার যে সুনীল মনোহর গাভাসকরের এতটুকু হজম হচ্ছে না, তা তাঁর কথাবার্তায় বেশ বোঝা যাচ্ছে। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে যাচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। প্রথম টেস্টে ভারত অধিনায়ক রোহিত শর্মার খেলা অনিশ্চিত। কারণ, তাঁর স্ত্রী দ্বিতীয় বার সন্তানসম্ভবা। আপাতত ঠিক আছে, রোহিত না পারলে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন জশপ্রীত বুমরাহ।

কিন্তু গাভাসকরের মোটেও না তা পছন্দ নয়। তাঁর সাফ বক্তব‌্য, রোহিত যদি প্রথম টেস্টে খেলতে না পারেন, তা হলে গোটা সিরিজেই তাঁকে আর অধিনায়কত্ব করতে দেওয়া উচিত নয়! উচিত, বুমরাহকে গোটা সিরিজের জন‌্য অধিনায়কত্ব দিয়ে দেওয়া! ফিরে এলে রোহিত সাধারণ প্লেয়ার হিসেবে খেলতে পারেন। কিন্তু অধিনায়কত্বের ব‌্যাটন তাঁর হাতে তুলে দেওয়া তখন ঠিক হবে না।

Advertisement

‘‘যে কোনও টিমের অধিনায়কের উচিত সিরিজের প্রথম টেস্ট খেলা। যদি সে চোট পেয়ে থাকে আলাদা কথা। কিন্তু চোট না থাকা সত্ত্বেও অধিনায়ক না খেললে, খুব স্বাভাবিক ভাবে সহ অধিনায়ক চাপে পড়ে যাবে। আমি পড়ছিলাম যে, রোহিত শর্মা নাকি অস্ট্রেলিয়া সিরিজে প্রথম দুটো টেস্ট খেলতে না-ও পারে। তা হলে জাতীয় নির্বাচক কমিটি বুমরাকেই অস্ট্রেলিয়া সিরিজের পূর্ণাঙ্গ অধিনায়ক ঘোষণা করে দিক। রোহিতকে বলা হোক, তুমি ফিরে এলে সাধারণ প্লেয়ার হিসেবে খেলবে। প্রথম টেস্টে রোহিত শর্মার খেলা উচিত,’’ সোমবার এক চ‌্যানেলে বলে দিয়েছেন গাভাসকর।

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিকে জিজ্ঞাসা করা হয়, ভারতের বিশ্ব টেস্ট চ‌্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা নিয়ে। ভারতকে বিশ্ব টেস্ট চ‌্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে হলে, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৪-০ হারাতে হবে! যার কোনও সম্ভাবনাই দেখছেন না গাভাসকর। বলছেন, ‘‘আমি ভারতের বিশ্ব টেস্ট চ‌্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার কোনও সম্ভাবনাই দেখছি না। অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে ৪-০ হারানো অসম্ভব। আমার মতে, বিশ্ব টেস্ট চ‌্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ভাবনা ছেড়ে ভারতের উচিত, অস্ট্রেলিয়ায় সিরিজ জেতা নিয়ে ভাবা। যে কোনও মূল‌্যে সিরিজটা জেতা। তা হলে ক্রিকেট সমর্থকদের বিশ্বাস ফিরবে টিমের উপর।’’

নিউজিল‌্যান্ডের বিরুদ্ধে মহা-ব‌্যর্থতার পর বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ‌্যৎ নিয়ে কড়া প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বলছেন, বিরাট-রোহিতের সময় ফুরিয়ে আসছে। গাভাসকরকে এ নিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘‘সে তো সবার ক্ষেত্রেই প্রযোজ‌্য। সবার ক্ষেত্রেই সময় ফুরিয়ে আসছে। শুধু বিরাট-রোহিতের ক্ষেত্রে নয়। তবে ওরা মধ‌্য তিরিশ বলে ওদের কাজটা তুলনায় কঠিন। এই কারণেই আমি বলি, যত তুমি খেলবে, তত আধুনিক ক্রিকেটের মানদণ্ড অনুযায়ী নিজেকে ধরে রাখতে পারবে।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement