ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারথ টেস্টে সেঞ্চুরি করে ফর্মে ফেরার আশা দেখিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু তার পর অ্যাডিলেড ও ব্রিসবেনে ব্যর্থতা অপেক্ষা করেছিল তাঁর জন্য। কীভাবে ফর্মে ফেরা সম্ভব? শচীনের কথা মনে করিয়ে কোহলিকে পরামর্শ দিলেন গাভাসকর। অন্যদিকে ছন্দহীন থাকলেও কোহলির উইকেটই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, তা জানালেন অজি তারকা মিচেল মার্শ।
এদিনও অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হলেন বিরাট। রীতিমতো ফাঁদে ফেলে ৩ রানের মাথায় তাঁকে ফিরিয়ে দেন হ্যাজেলউড। যা দেখে হতাশ সুনীল গাভাসকর। তাঁর মতে, “অনুশীলনে তুমি যাই করো না কেন, ম্যাচের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। এখানে একটা বাজে শট খেললেই তুমি আউট।” সেই সূত্রে গাভাসকর তুলে আনলেন শচীন তেণ্ডুলকরের ২০ বছর পুরনো সিডনি টেস্টের কথা।
এদিন গাভাসকর বলেন, “আমার মতে কোহলির উচিত শচীনের ২০০৪-র ইনিংস একবার ফিরে দেখা। সেখানেও প্রথম তিনটি টেস্টে শচীন অফ স্ট্যাম্পে আউট হয়েছিল। কিন্তু সিডনিতে এসে ও ঠিক করে, কভারের দিকে আর খেলবেই না। ও মিড অফের ডানদিকে খেলেছে, বোলারদের ফলো থ্রুতে খেলেছে, মাঠের অন্য সব জায়গায় খেলেছে। কিন্তু কভার ড্রাইভ একেবারেই খেলেনি। সম্ভবত ২০০-২২০ করার পরই একবার মাত্র ওখানে শট মেরেছিল। নিজের মনের উপর এরকম নিয়ন্ত্রণ থাকা উচিত।”
অন্যদিকে বিরাটকে আউট করে যেন একটু বেশিই উচ্ছ্বাস প্রকাশ করছিল অস্ট্রেলিয়া। তার কারণ স্পষ্ট করলেন মিচেল মার্শ। তিনি বললেন, “ওর উইকেট পাওয়া গুরুত্বপূর্ণ ছিল। ও সর্বকালের সর্বসেরা প্লেয়ারদের একজন। আমরা এই উইকেটটার জন্য যথেষ্ট পরিশ্রম করেছি। নিজেদের পরিকল্পনা কাজে লাগানোর চেষ্টা করেছি। তাই উইকেটটা পেয়ে এত ভালো লেগেছে।” বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্ট সিডনিতে। তার আগে কোহলি ফর্মে ফিরলে সুবিধা পাবে ভারতই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.