Advertisement
Advertisement
Rohit Sharma

‘অবসর নিচ্ছি না, শুধু সিডনি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছি’, জল্পনা উড়িয়ে বড় ঘোষণা রোহিতের

'অন্য কেউ ঠিক করে দেবে না, আমি কীভাবে জীবন কাটাব', সমালোচকদেরও একহাত হিটম্যানের।

Border Gavaskar Trophy: Rohit Sharma opens up about his retirement plans amid of speculation

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:January 4, 2025 8:40 am
  • Updated:January 4, 2025 8:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন কিনা, সেই নিয়ে জলঘোলা চলছে। সিডনি টেস্টে তিনি না খেলায় জল্পনা আরও বাড়ে। কিন্তু হিটম্যান পরিষ্কার জানিয়ে দিলেন, অবসর নিয়ে কিছু ভাবছেনই না। বরং দলের স্বার্থে সিডনি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন।

মধ্যাহ্নভোজের বিরতির সময় রোহিত বলেন, “আমি কোথাও যাচ্ছি না।” চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে তাঁর ব্যাটে রান নেই। ৫ ইনিংসে করেছেন মাত্র ৩১ রান। নেতৃত্ব দিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সব জল্পনা উড়িয়ে রোহিত বলেন, “আমি একটা কথা বললে তো ৫০টা অর্থ বেরোবে। আমি কোচ ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছি। আমি এই মুহূর্তে রান পাচ্ছি না। একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আমি ফর্মে নেই। আমাদের দরকার এমন একজন, যে রানটা করতে পারবে।”

Advertisement

সেই সঙ্গে রোহিত বলছেন, “আমাদের ব্যাটিং অর্ডারও সেভাবে ফর্মে নেই। আমার মাথায় একটা বিষয় খুব পরিষ্কার ছিল। কী করতে হবে নিজেই বুঝতে পারি। কোচ ও নির্বাচকদের সেটা জানাই। তারা আমাকে সমর্থন করেন।”

তাহলে যে তাঁর অবসর নিয়ে এত জল্পনা? সব উড়িয়ে রোহিত বলছেন, “আমি অবসর নিচ্ছি না। এখনই খেলার থেকে দূরে সরে যাচ্ছি না। যেহেতু রান পাচ্ছিলাম না, তাই এই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছি। কোনও নিশ্চয়তা নেই যে আগামী ২-৫ মাসে রান আসবে কিনা। আমি প্রচুর ক্রিকেট খেলেছি। দেখেছি যে, জীবন রোজ বদলায়।” এরপরই সমালোচকদের একহাত নিয়ে রোহিত বলেন, “আমি বাস্তব নিয়ে ভাবছি। যারা ধারাভাষ্য দিচ্ছে বা ল্যাপটপ নিয়ে অনেক কিছুই লিখছে, তারা ঠিক করে দেবে না আমি কীভাবে জীবন কাটাব।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement