প্রথম ইনিংস
ভারত: ১৮৫
অস্ট্রেলিয়া: ১৮১ (ওয়েবস্টার ৫৭, প্রসিদ্ধ ৪২/৩)
দ্বিতীয় ইনিংস
ভারত: ১৪১/৬ (পন্থ ৬১, জাদেজা ৮*, সুন্দর ৬*, বোলান্ড ৪২/৪)
ভারত ১৪৫ রানে এগিয়ে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দিনে শুরুতে আশা জাগালেন বোলাররা। আবার সিডনিতে দ্বিতীয় দিনের শেষে চিন্তায় রাখল সেই ব্যাটিং। মাঝে ঝড় তুললেন ঋষভ পন্থ। ভারতের রান ৬ উইকেট হারিয়ে ১৪১। লিড রয়েছে ১৪৫ রানের। অপরাজিত আছেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। ঋষভ পন্থের ৩৩ বলে বিধ্বংসী ৬১ রানের ইনিংস অস্ট্রেলিয়ার যাবতীয় পরিকল্পনা মাঠেই মেরে দেয়। তৃতীয় দিনে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে জাদেজা-সুন্দরদের। যাতে ম্যাচ জেতার জন্য ফের লড়াই করতে পারেন বোলাররা।
প্রথম দিনে টিম ইন্ডিয়ার ইনিংস গুঁটিয়ে যায় মাত্র ১৮৫ রানে। দিনের শেষে বলে খোয়াজাকে ফিরিয়ে দিয়েছিলেন বুমরাহ। দ্বিতীয় দিনেও দাপট জারি রাখলেন ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়ার ইনিংসকে তাঁরা থামিয়ে দেন মাত্র ১৮১ রানে। বুমরাহ, নীতীশ কুমার রেড্ডিরা পেলেন দুটি করে উইকেট। তিনটি করে উইকেট পান মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। গুরুত্বপূর্ণ ৪ রানের লিড পায় ভারত।
দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিংয়ের শুরুটা দেখে মনে হয়েছিল, বড় রানের লিড আসতে চলেছে। স্টার্কের এক ওভারে টানা চারটি চার হাঁকিয়ে মঞ্চ তৈরি করে দিয়েছিলেন যশস্বী। বোঝাই যাচ্ছিল, পালটা আক্রমণের রাস্তায় হাঁটছে টিম ইন্ডিয়া। তারপরই সিডনির সবুজ উইকেটে বিষ ছড়ানো শুরু করলেন স্কট বোলান্ড। শুরুটা হল কেএল রাহুলকে। অজি বোলারের ইন সুইংয়ে রাহুলকে বোকা বানিয়ে উইকেট ছিটকে দেয়। কিছুক্ষণের মধ্যে ফের ধাক্কা। এবার বোলান্ডের শিকার যশস্বী। ৩৫ বলে ২২ রান করে ফিরলেন তিনি। বিরাট কোহলি নামতে আশা-আশঙ্কা দুইই দোলা দিচ্ছিল সমর্থকদের মধ্যে। রান পাবেন, নাকি ফাঁদে পা দেবেন? দ্বিতীয়টিই ঘটল। প্রথম ইনিংসের ‘অ্যাকশন রিপ্লে’র মতো অফ স্টাম্পে খোঁচা দিয়ে ফিরলেন কোহলি। শুধু প্রথম ইনিংস কেন, গোটা সিরিজ জুড়েই এক অবস্থা। কোহলি যখন ফিরছেন, তখন তাঁর রান মাত্র ৬। ভারতের রান ৫৯। কিছুক্ষণের মধ্যে আউট হলেন শুভমান গিলও।
৭৮ রানে ৪ উইকেট হারিয়ে তখন ধুঁকছে ভারত। বোলারদের সমস্ত পরিশ্রম কি তাহলে জলে গেল? ব্যাট করতে এলেন পন্থ। যার বেপরোয়া ব্যাটিং নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। বারবার উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। কিন্তু এদিনের ইনিংসে পন্থ বুঝিয়ে দিলেন, তিনি পন্থই থাকবেন। প্রথম বলেই ছক্কা হাঁকালেন। সেটা ছিল ট্রেলার। তারপর সিডনিতে উঠল পন্থ-ঝড়। ওয়েবস্টারের এক ওভারে মারলেন তিনটি চার। স্টার্ককে উপহার দিলেন দুটি বিশাল ছক্কা। শেষ পর্যন্ত ৩৩ বলে ৬১ রান করে ফিরলেন পন্থ। স্ট্রাইক রেট ১৮৪। চেনা মেজাজেই ভারতের লড়াইয়ের জায়গায় পৌঁছে দিলেন।
তৃতীয় দিনে ব্যাট হাতে নামবেন জাদেজা ও সুন্দর। তাঁরা দুজনে কত রান জুড়তে পারেন, সেটাই দেখার। সেই সঙ্গে আশঙ্কাও রয়েছে। আচমকাই চোট পেয়েছেন বুমরাহ। তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় ইনিংসে বল করতে পারবেন কিনা, সেই উদ্বেগ থেকে মুক্তি মেলেনি। সিডনিতে সম্মান বাঁচানোর লড়াইয়ে বুমরাহর উপস্থিতি পার্থক্য গড়ে দিতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.