Advertisement
Advertisement

Breaking News

Border Gavaskar Trophy

গুরুতর নয় কোহলি-রাহুলের চোট, বর্ডার গাভাসকর ট্রফির আগে স্বস্তিতে ভারতীয় শিবির

পারথে অনুশীলনে দুজনই চোট পেয়েছিলেন বলে জানা যাচ্ছিল।

Border Gavaskar Trophy: Report says Virat Kohli and KL Rahul are fine
Published by: Arpan Das
  • Posted:November 15, 2024 11:41 pm
  • Updated:November 15, 2024 11:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টের আগে আচমকাই দুশ্চিন্তা বেড়ে গিয়েছিল ভারতের। এর আগে অনুশীলনে চোট পেয়েছিলেন সরফরাজ খান। এদিন খবর আসে, আহত হয়েছেন বিরাট কোহলি ও কেএল রাহুলও। তবে সাম্প্রতিক রিপোর্টে আশ্বস্ত হতে পারেন দেশের ক্রিকেটভক্তরা। দুজনের চোটই গুরুতর নয় বলে খবর।

শুক্রবার ম্যাচ সিমুলেশনে নেমেছিল টিম ইন্ডিয়া। হঠাৎই একটি শর্ট বল লাফিয়ে উঠে আছড়ে পড়ে রাহুলের ডান কনুইয়ে। ব্যাটিং থামিয়ে মাঠেই তাঁর শুশ্রুষা করাতে হয়। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে রোহিত শর্মা যদি একান্তই খেলতে না পারেন তাহলে রাহুলের ওপেন করার সম্ভাবনা প্রবল। অন্যদিকে অজি সংবাদমাধ্যমগুলোর দাবি ছিল, বৃহস্পতিবার নাকি স্ক্যান করাতে গিয়েছিলেন বিরাট কোহলি। যদিও তাঁর কী ধরনের চোট রয়েছে, সেই নিয়ে বিশদে কিছু জানা যায়নি।

Advertisement

তবে একটি সর্বভারতীয় সংবাদপত্রের মতে, দুশ্চিন্তা করার মতো কিছু হয়নি। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, “বিরাট একেবারে ঠিক আছে। পরে ম্যাচ স্টিমুলেশনে কোনও সমস্যা ছাড়াই ও ব্যাট করেছে। ওখানে আউট হয়ে যাওয়ার পর নেটেও বড় শট খেলেছে। ওকে নিয়ে কোনও চিন্তা নেই।” অন্যদিকে রাহুলকে নিয়েও সমস্যার কিছু নেই বলেই জানা যাচ্ছে। তবে যেহেতু অস্ট্রেলিয়ায় অনেকটা সময় কাটাতে হবে, তাই রাহুলকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না ম্যানেজমেন্ট।

প্রসঙ্গত, ২২ নভেম্বর থেকে পারথের অপ্টাস স্টেডিয়ামে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। অপ্টাস স্টেডিয়ামের পেস এবং বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার জন‌্য ওয়াকাকেই ট্রেনিং গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছে ভারত। কারণ, সে মাঠের গতি-বাউন্সের সঙ্গে প্রভূত মিল রয়েছে অপ্টাস স্টেডিয়ামের। সেখানে রোহিত না খেললে রাহুল ওপেন করবেন এবং মিডল অর্ডারে খেলানো হবে সরফরাজকে, এমনটাই পরিকল্পনা আছে টিম ম্যানেজেমেন্টের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement