ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র একটি টেস্ট। সিডনিতেই চূড়ান্ত হয়ে যাবে ভারত অন্তত সিরিজ ড্র করে অস্ট্রেলিয়া থেকে ফিরতে পারবে কিনা? আর সেই সঙ্গে কি রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের ভাগ্যও নির্ধারিত হয়ে যাবে? সূত্রের খবর বর্ডার গাভাসকর ট্রফির পরই দুজনের সঙ্গে আলোচনায় বসতে চলেছে বিসিসিআই।
ক্রিকেটমহলের ধারণা, সেই আলোচনা খুব ‘মিষ্টি’ মুখে নাও হতে পারে। বরং বোর্ডের ‘জেরার’ মুখে পড়তে চলেছেন দুজনেই। কারণটা আর নতুন করে বলার নেই। বর্ডার গাভাসকর ট্রফিতে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। অথচ প্রথম টেস্টে পারথে ২৯৫ রানে বিরাট জয় পেয়েছিল বুমরাহর নেতৃত্বাধীন দল। পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে তারপর দায়িত্ব নেন রোহিত। আর পরবর্তী ফলাফল হার-ড্র-হার।
সমস্যা এখানেই শেষ নয়। এর আগে ঘরের মাঠে চুনকাম হতে হয়েছিল নিউজিল্যান্ডের কাছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে আর মাথা না ঘামানোই ভালো। অবশেষে মেলবোর্নে আত্মসমর্পণ করে ১৮৪ রানে হার। সব মিলিয়ে প্রশ্নের মুখে রোহিত-গম্ভীর দুজনেই। বোর্ডের ‘জেরার’ সামনে পড়তে চলেছেন তাঁরা। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে, বর্ডার গাভাসকর ট্রফির পরই প্রধান নির্বাচক অজিত আগরকর দুজনের সঙ্গে কথা বলতে পারেন।
শুধু অধিনায়ক নন, ব্যাটার রোহিত শর্মাকে নিয়েও কাটাছেঁড়া চলছে। ৪ টেস্টে তাঁর রানসংখ্যা মাত্র ৩১। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কাজটিও করতে পারছেন না। এর মধ্যে গুঞ্জন উঠেছে বর্ডার গাভাসকর ট্রফির পরই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পারেন রোহিত। এবার বোর্ড কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.