সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ বছর পর বর্ডার গাভাসকর ট্রফি হাতছাড়া হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন ভেঙে চুরমার। ভারতীয় ক্রিকেটের জন্য গত কয়েকমাস একেবারেই ভালো যায়নি। অজি সফরেও প্রত্যাশাপূরণ করতে ব্যর্থ ক্রিকেটাররা। বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয় দলের রিপোর্ট কার্ড তৈরি করল সংবাদ প্রতিদিন ডিজিটাল।
রোহিত শর্মা ১/১০: পারথে প্রথম টেস্ট খেলেননি। সিডনিতে শেষ টেস্টে ‘দলের স্বার্থে’ নামেননি। বাকি তিন টেস্টে করেছেন মাত্র ৩১ রান। গড় ৬.১। নেতৃত্বও দিশাহীন। ভারত অধিনায়কের জন্য দুঃস্বপ্নের মতো কেটেছে এই সফর।
যশস্বী জয়সওয়াল ৮/১০: সিরিজে ভারতের সর্বোচ্চ রানস্কোরার যশস্বী। ৪৩.৪৪ গড়ে তিনি করেছেন ৩৯১ রান। একটি সেঞ্চুরি ছাড়াও আছে দুটি হাফসেঞ্চুরি। ওপেনিংয়ে ভরসা দিয়েছেন যশস্বী।
কেএল রাহুল ৬/১০: শুরুটা ভালোই করেছিলেন রাহুল। কিন্তু শেষ পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। ১০ ইনিংসে ২৭৬ রান করেছেন তিনি। গড় ৩০.৬৬।
শুভমান গিল ১/১০: প্রথম টেস্টে চোটের জন্য খেলতে পারেননি। বক্সিং ডে টেস্টেও বসিয়ে দেওয়া হয়েছিল। বাকি তিনটি টেস্টেও দাগ কাটতে পারেননি। ১৮.৬০ গড়ে করেছেন মাত্র ৯৩ রান।
বিরাট কোহলি ২/১০: রোহিত শর্মার মতো বিরাট কোহলিও এই সিরিজ ভুলে যেতে চাইবেন। পারথে একটি সেঞ্চুরি ছাড়া ফর্ম বলার মতো নয়। আটবার অফ স্টাম্পের বাইরে খোঁচা দিয়ে ফিরেছেন। ২৩.৭৫ গড়ে করেছেন ১৯০ রান।
ঋষভ পন্থ ৬.৫/১০: সিরিজে পন্থের রান ২৫৫। সিডনিতে বিধ্বংসী হাফসেঞ্চুরি করেছেন। কিন্তু অধিকাংশ ম্যাচেই ভালো শুরু করেও উইকেট ছুড়ে দিয়ে এসেছেন।
রবীন্দ্র জাদেজা ৫/১০: প্রথম দুটি টেস্টে খেলেননি। কিন্তু গাব্বায় তাঁর ৭৭ রানের সৌজন্যে ভারত ফলো অন বাঁচিয়েছিল। যদিও নীচের সারিতে আরও ভরসা দিতে পারতেন তিনি। ১৩৫ রানের পাশাপাশি মাত্র ৪টি উইকেট পেয়েছেন।
নীতীশ কুমার রেড্ডি ৭.৫/১০: এই সিরিজে ভারতের প্রধান প্রাপ্তি। মেলবোর্নে সেঞ্চুরি করেছেন। সিরিজে ৩৭.২৫ গড়ে করেছেন ২৯৮ রান। সেই সঙ্গে ৫টি উইকেটও পেয়েছেন।
ওয়াশিংটন সুন্দর ৪/১০: মেলবোর্নে হাফসেঞ্চুরি করেছিলেন। কিন্তু তার বাইরে বড় কোনও অবদান রাখতে পারেননি। ১১৬ রানের সঙ্গে মাত্র ৩টি উইকেট পেয়েছেন তিনি।
মহম্মদ সিরাজ ৬/১০: সিরিজের প্রতিটি ম্যাচেই খেলেছেন। ২০টি উইকেট তুলেছেন ঠিকই, তবে প্রচুর রানও দিয়েছেন। বুমরাহর যোগ্য সঙ্গীও হয়ে উঠতে পারেননি।
জশপ্রীত বুমরাহ ১০/১০: ভারতীয় ক্রিকেটের ‘একা কুম্ভ’ বুমরাহ। ভারত সিরিজ হারলেও ৩২টি উইকেট নিয়ে তিনি সিরিজের সেরা। তাঁর নেতৃত্বে পারথে জয়ও এসেছিল। আবার দরকারের সময় উইকেট তুলে নিয়েছেন তিনি। বলতে গেলে, একমাত্র তাঁকে নিয়েই চিন্তিত হয়েছে অজি ব্যাটাররা।
আকাশ দীপ ৬/১০: দুটি টেস্টে খেলে ৫ উইকেট পেয়েছেন বাংলার বোলার। লাইন-লেংথে ধারাবাহিকতা দেখালেও উইকেট ভাগ্য অধিকাংশ সময়ই সঙ্গ দেয়নি।
প্রসিদ্ধ কৃষ্ণ ৬/১০: শুধুমাত্র শেষ টেস্টেই খেলেছেন। তাতে তুলে নিয়েছেন ৬ উইকেট। স্টিভ স্মিথকে দুবারই ফিরিয়েছেন।
রবিচন্দ্রন অশ্বিন ৩/১০: সিরিজের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অশ্বিন। একটি টেস্টেই খেলেছেন। সেখানে মাত্র একটি উইকেট তুলেছিলেন।
হর্ষিত রানা ৪/১০: পারথ টেস্টে অভিষেক হতেই সম্ভাবনা দেখিয়েছিলেন হর্ষিত। ৩টি উইকেটও তুলেছিলেন। কিন্তু অ্যাডিলেডে ব্যর্থ হওয়ার পর আর সু্যোগ পাননি।
ধ্রুব জুরেল ২/১০: শুধুমাত্র পারথ টেস্টে খেলেছেন। ২ ইনিংস মিলিয়ে করেছিলেন ২৬ রান।
দেবদত্ত পাড়িক্কল ২/১০: পারথে ২ ইনিংস মিলিয়ে সংগ্রহ মাত্র ২৫ রান। আর সুযোগ পাননি।
কোচ গৌতম গম্ভীর ১/১০: প্রশ্নের মুখে কোচের ভূমিকা। ভারতীয় দলের দায়িত্ব পেয়ে চূড়ান্ত ব্যর্থ গম্ভীর। এখানেও দল নির্বাচন যথাযথ নয়। অন্দরমহলের বিতর্ক সামলাতে পারেননি। একমাত্র সাফল্য বলতে নীতীশ কুমার রেড্ডিকে সুযোগ দেওয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.