এই দৃশ্য আর দেখা যাবে না। অশ্বিন ও জাদেজা। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম দুটি টেস্টে প্রথম একাদশে সুযোগ পাননি। কিন্তু তৃতীয় টেস্টে দলে ঢুকেই ম্যাচ বাঁচানো ইনিংস খেলেছেন রবীন্দ্র জাদেজা। গাব্বা টেস্টে ফলো অন বাঁচাতে সাহায্য করেছে জাদেজার লড়াকু ৭৭ রান। কিন্তু তারপরই যে ‘দুঃসংবাদ’ অপেক্ষা করেছিল। আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন জাদেজার বোলিং ‘পার্টনার’ রবিচন্দ্রন অশ্বিন। তাঁর অভাব অনুভব করবেন ঠিকই, কিন্তু জাড্ডুর নজরে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাসকর ট্রফিজয়ের হ্যাটট্রিকও।
পরের টেস্ট মেলবোর্নে। ইতিমধ্যেই সেখানে অনুশীলন করে দিয়েছেন রোহিত-বিরাটরা। সিরিজের ফলাফল আপাতত ১-১। ব্রিসবেনে ফলো অন বাঁচানোর লড়াইয়ের সঙ্গে শিরোনামে ছিল অশ্বিনের অবসর। জাদেজা ও অশ্বিন একসঙ্গে ৫৮টি টেস্টে তুলেছেন ৫৮৭ উইকেট। ব্যাট হাতেও বহু ম্যাচ জিতিয়েছেন। কিন্তু অশ্বিনের অবসরের ব্যাপারে কিছুই জানতেন না জাদেজা।
তিনি বলছেন, “অশ্বিনের অবসরের বিষয়টা আমি একেবারে শেষ মুহূর্তে জেনেছি। মাত্র পাঁচ মিনিট আগে জানতে পেরেছি। পুরো চমকে গিয়েছিলাম। অথচ সারাদিন একসঙ্গে কাটিয়েছি। কিন্তু আমাকে কিছুই বুঝতে দেয়নি। আসলে জানি, অশ্বিনের মগজ কীভাবে কাজ করে। আমরা বহু বছর বোলিং পার্টনার ছিলাম। নিজেদের বাহবা দিয়েছি। প্ল্যান অনুযায়ী বল করেছি। সেই সব মিস করব। আশা করি, অশ্বিনের থেকে ভালো কোনও স্পিনার ও অলরাউন্ডার ওর জায়গায় আসবে। ভারতে সব সময়ই নতুন প্রতিভা উঠে আসে। আমাদের এগিয়ে যেতে হবে।”
আপাতত সামনে মেলবোর্ন টেস্ট। গত দুবার অস্ট্রেলিয়ার মাটি থেকে বর্ডার গাভাসকর ট্রফি জিতে ফিরেছে টিম ইন্ডিয়া। এবারও হ্যাটট্রিক হবে, জাদেজা আশাবাদী। তিনি বলছেন, “আমাদের কাছে সুযোগ আছে টানা তিনবার জেতার। ঠিকভাবে চেষ্টা করলে আমরা এই ম্যাচ জিতব, সেই সঙ্গে সিরিজও।” জাদেজাকে আত্মবিশ্বাস দিচ্ছে তাঁর নিজের ফর্মও। তাঁর মতে, “প্রথম দুটো টেস্টে খেলিনি। সেই সময়ে অতিরিক্ত অনুশীলন করেছি। পরিবেশের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পেরেছি। দল আমাকে যে দায়িত্ব দেবে, সেই অনুযায়ী খেলব। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলা উচিত। সেটাই আত্মবিশ্বাস দিচ্ছে।” এবার দেখা যাক জাদেজার আত্মবিশ্বাস ভারতীয় দলকে বক্সিং ডে টেস্টে জয়ের সরণিতে এনে দিতে পারে কিনা?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.