দেবাশিস সেন, পারথ: জোড়া অভিষেক, সঙ্গে আনকোরা মুখ। আবার আগের সিরিজে দেড়শো করা সরফরাজ বাদ। পারথ টেস্টে (Border Gavaskar Trophy) প্রথম একাদশে সম্ভবত একাধিক চমক থাকছে। অবশ্য চমক না বলে বাধ্যবাধকতা বলা ভালো। চোট আঘাতে জর্জরিত ভারতীয় দলের কাছে বিকল্পও বিশেষ ছিল না।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জশপ্রীত বুমরাহ জানিয়ে দিয়েছেন, ভারতের প্রথম একাদশ স্থির হয়ে গিয়েছে। তবে কারা খেলছেন সেটা নিয়ে মুখে কুলুপ এটেছে ভারতীয় দল। তবে যা শোনা যাচ্ছে তাতে পারথে জোড়া অভিষেক হতে চলেছে। একজন নীতীশ রেড্ডি, অপরজন হর্ষিত রানা। সেই সঙ্গে সুযোগ পেতে চলেছেন তরুণ দেবদত্ত পাড়িক্কল। দলে একজন মাত্র স্পিনার খেলবেন। থাকবেন তিন পেসার।
রোহিত শর্মা প্রথম টেস্টে নেই। ভারতীয় শিবির সূত্রে খবর তাঁর বদলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবেন কে এল রাহুল। শুভমান গিল ফিট থাকলে তিন নম্বরে তিনিই খেলবেন। ভারতীয় শিবির সূত্রের খবর, গিলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। তবে পারথে তাঁর খেলার সম্ভাবনা কম। গিল ফিট না হলে তিন নম্বরে ব্যাট করতে আসবেন তরুণ দেবদত্ত পাড়িক্কল। দেশের হয়ে তিনি খেলেছেন মাত্র একটা টেস্ট। চার এবং পাঁচ নম্বরে যথারীতি খেলছেন বিরাট কোহলি এবং ঋষভ পন্থ। ছ’নম্বরে ব্যাট করতে নামবেন ধ্রুব জুড়েল। সদ্য ভারতীয় এ দলের হয়ে নজর কেড়েছেন জুড়েল। তাঁকে দলে নেওয়া হচ্ছে স্পেশ্যালিস্ট ব্যাটার হিসাবে। ভারতীয় দল একজন মাত্র স্পিনার নিয়ে পারথে নামছে। সেই স্পিনারটি সম্ভবত হচ্ছেন জাদেজা। যদিও অশ্বিনের কথাও ভাবা হচ্ছে। কারণ অজি শিবিরে জনা তিনেক বাঁহাতি ব্যাটার আছেন।
পেস বোলিং অলরাউন্ডার হিসাবে নীতীশ রেড্ডির খেলাও প্রায় পাকা। সব ঠিক থাকলে শুক্রবার তাঁর অভিষেক হচ্ছে। অভিষেক হতে পারে কেকেআরের তরুণ পেসারে হর্ষিত রানারও। বুমরাহ এবং সিরাজের সঙ্গে পেস সঙ্গী হবেন হর্ষিত। শোনা যাচ্ছে, অনুশীলনে বোলিং কোচ মর্কেলের বেশ মনে ধরেছে নীতীশ এবং রানাকে। ভারত এই রকম প্রথম একাদশ সাজানোর অর্থ পারথে বাদ পড়তে চলেছেন আগের সিরিজে দেড়শো করা সরফরাজ খান। বাদ পড়ছেন নিয়মিত ভালো পারফর্ম করা আকাশদীপ।
এদিন সাংবাদিক বৈঠকে মহম্মদ শামির অস্ট্রেলিয়ায় যাওয়া নিয়েও বড়সড় আপডেট দিয়েছেন অধিনায়ক বুমরাহ। তিনি জানিয়ে দিয়েছেন, সব ঠিক থাকলে শামিকে অস্ট্রেলিয়ায় দেখা যেতেই পারে। ভারত অধিনায়ক বললেন, “শামি ভাই ভারতীয় দলের অবিচ্চেদ্য অংশ। আমি নিশ্চিত টিম ম্যানেজমেন্ট তীক্ষ্ণ নজর রাখছে। সব ঠিক থাকলে অস্ট্রেলিয়ায় তাঁকে দেখা যাবে।” অর্থাৎ বুমরাহ প্রায় স্পষ্ট করে দিলেন, অস্ট্রেলিয়ায় শামি ফিরছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.