Advertisement
Advertisement
Virat Kohli

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ টেস্ট! ‘নাটুকে’ কোহলির জন্য মনখারাপ কামিন্সের

বর্ডার গাভাসকর ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ হলেও কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অজি অধিনায়ক।

Border Gavaskar Trophy: Pat Cummins will miss playing against Virat Kohli if this was his last Test series in Australia
Published by: Arpan Das
  • Posted:January 5, 2025 7:52 pm
  • Updated:January 5, 2025 7:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফিতে একেবারেই চেনা ফর্মে ছিলেন না কোহলি। এমনকী টেস্ট দল থেকে তাঁকে বাদ দেওয়ার কথাও উঠছে। যদিও সিরিজ শেষে প্যাট কামিন্স প্রশংসায় ভরিয়ে দিলেন কোহলিকে। সেই সঙ্গে জানালেন, কোহলির সঙ্গে টেস্টে ফের মুখোমুখি হওয়ার সুযোগ না পেলে হতাশ হবেন।

চলতি সিরিজে কোহলি ২৩.৭৫ গড়ে করেছেন ১৯০ রান। পারথে একটি সেঞ্চুরি ছাড়া ফর্ম বলার মতো নয়। যদিও বিরাট মাঠে থাকা মানেই একটা আলাদা উন্মাদনা কাজ করে। এবারও স্যাম কনস্টাসের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন। সেই নিয়ে অজি অধিনায়ক বলছেন, “বিরাটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বরাবরই আকর্ষণীয়। ও তো শুধু রান করত না। বিরাট থাকা মানে একটা নাটকীয়তা তৈরি হত। প্রতিপক্ষ হিসেবে সেটা কখনও কখনও ভালোই লাগত। আমি নিশ্চিত, এটাও ওর পরিকল্পনার অংশ থাকত।”

Advertisement

কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে কি আর মুখোমুখি হতে পারবেন দুজনে? কোহলির অফ ফর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আটবার অফ স্টাম্পের বাইরে খোঁচা দিয়ে ফিরেছেন। এবার কি কোহলির বিদায় আসন্ন? কামিন্স বলছেন, “যদি আমরা ফের মুখোমুখি হওয়ার সুযোগ না পাই, সেটা লজ্জার হবে। আমাদের দলের প্লেয়াররাও বিরাটের বিরুদ্ধে খেলা খুব উপভোগ করে। গত এক যুগে ও অন্যতম সেরা ব্যাটার। ওর উইকেট পেলে জয়ের খুব কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। খুব খারাপ লাগবে, অস্ট্রেলিয়ায় এটা যদি ওর শেষ সিরিজ হয়।”

দশ বছর পর বর্ডার গাভাসকর ট্রফিতে হার মেনেছে ভারত। চূড়ান্ত ব্যর্থ রোহিত-বিরাটরা। ভারতের পরের টেস্ট অভিযান জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার মাটিতে ফের টেস্ট ম্যাচ অনেক দূরের বিষয়, ইংল্যান্ড সফরে বিরাট কোহলি থাকবেন কিনা, সেই প্রশ্নও তুলতে শুরু করেছেন অনেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement