Advertisement
Advertisement
Border-Gavaskar Trophy

সিডনিতে ভারতের বিরুদ্ধে নয়া অস্ত্র অস্ট্রেলিয়ার, অভিষেক হচ্ছে অলরাউন্ডারের, খেলবেন স্টার্ক?

অজি দল থেকে বাদ পড়লেন মিচেল মার্শ।

Border-Gavaskar Trophy: Mitchell Marsh dropped, Beau Webster to debut in Sydney
Published by: Subhajit Mandal
  • Posted:January 2, 2025 10:03 am
  • Updated:January 2, 2025 10:03 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে। শেষ ম্যাচে হার এড়াতে পারলেই নিশ্চিত হয়ে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট। তবে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। সিডনিতে অস্ট্রেলিয়া বাদ দিচ্ছে খারাপ ফর্মে থাকা মিচেল মার্শকে। তাঁর বদলে অভিষেক হতে চলেছে অলরাউন্ডার ব্যু ওয়েবস্টারের। অজি শিবিরে আরও স্বস্তির খবর হল, শেষ টেস্টেও তারা পাচ্ছে মিচেল স্টার্ককে।

চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে একেবারেই ভালো ফর্মে নেই মিচেল মার্শ। ব্যাট হাতে চার টেস্টে তাঁর সংগ্রহ সাকুল্যে ৭৩ রান। বল করেছেন মাত্র ৩৩ ওভার। তাতে উইকেট পেয়েছেন গোটা তিনেক। মিডল অর্ডারে তাঁর লাগাতার ব্যর্থতা খানিকটা হলেও চাপে ফেলেছে অজিদের। বেশ কিছুদিন ধরেই তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠছিল। সিডনি টেস্টে সেটাই করতে চলেছে অজিরা।

Advertisement

মার্শের বদলে শুক্রবার খেলবেন আনকোরা অলরাউন্ডার ব্যু ওয়েবস্টার। দ্বিতীয় টেস্ট থেকেই অজি দলে রয়েছেন ব্যু। ৩০ বছর বয়স হলেও অস্ট্রেলিয়ার জার্সিতে কখনও খেলেননি ব্যু। ডানহাতি এই ব্যাটার মাঝেমাঝে পেস বোলিংও করেন। তাই মিচেল মার্শের বিকল্প হিসাবে তাঁকেই ভাবছে অজি টিম ম্যানেজমেন্ট। প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ১৭৮৮ রান করেছেন তিনি। তিনটি সেঞ্চুরি এবং ৯টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। গত মরশুমে শেফিল্ড শিল্ডে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। ভারতীয় এ দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ দলের হয়েও দুর্দান্ত পারফর্ম করেছেন।

এর বাইরে অস্ট্রেলিয়া দলে আর কোনও বদল নেই। মেলবোর্ন টেস্টের পর মিচেল স্টার্কের চোট নিয়ে অজি শিবির চিন্তার ভাঁজ দেখা গিয়েছিল। স্টার্ক সিডনিতে আদৌ খেলবেন কিনা, সেই নিয়েও সংশয় তৈরি হয়েছিল। তবে সব সংশয়ে ইতি। স্টার্ক ফিট। সিডনি টেস্টে খেলছেন তিনি। দলে আর কোনও পরিবর্তন অজিরা করেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement