Advertisement
Advertisement

Breaking News

Border Gavaskar Trophy

পূজারা না থাকায় অত্যন্ত খুশি, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারকা অজি পেসার

তবে ক্রিকেটার হিসেবে না থাকলেও, অন্য ভূমিকায় অস্ট্রেলিয়ায় থাকবেন পূজারা।

Border Gavaskar Trophy: Josh Hazlewood is Happy that Cheteshwar Pujara is not around this time in Australia

চেতেশ্বর পূজারা। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:November 20, 2024 1:13 pm
  • Updated:November 20, 2024 1:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দুবার অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাসকর ট্রফি জিতে এসেছে ভারত। এবার হ্যাটট্রিকের অপেক্ষা। কে ভুলবে গতবার অস্ট্রেলিয়ায় চেতেশ্বর পূজারার মহাকাব্যিক ব্যাটিং? এবারের দলে নেই তিনি। তবু ঘুরেফিরে আসছে পূজারার প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হেজেলউডও জানিয়ে গেলেন, পূজারা না থাকায় অত্যন্ত খুশি তিনি।

অজিভূমে পূজারার রেকর্ড খুবই ভালো। ১১ ম্যাচে সেখানে করেছেন ৯৯৩ রান। গড় ৪৭.২৮। সিরিজের সেরা হয়েছিলেন ২০১৮-১৯ সালের বর্ডার গাভাসকর ট্রফিতে। সেবার তিনটি সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছিলেন পাঁচটি হাফসেঞ্চুরি। আবার ২০২০-২১ সালে সিডনি হোক বা ব্রিসবেন, মাটি আঁকড়ে পড়ে থেকে ভারতকে সিরিজ জিততে সাহায্য করেছিলেন। বুক পেতে নিয়েছিলেন একের পর এক বিষাক্ত বাউন্সার। এবার তাঁর অভাব চোখে পড়বে বলে মনে করেছে ক্রিকেট মহলের একাংশ।

Advertisement

সেই নিয়ে সাংবাদিক সম্মেলনে হ্যাজেলউড বলেন, “আমি খুশি যে চেতেশ্বর পূজারা এই সিরিজে নেই। ও অনেকক্ষণ ধরে ব্যাট করে, ক্রিজে দীর্ঘসময় ধরে পড়ে থাকে। ওর উইকেট পেতে যথেষ্ট কষ্ট করতে হয়। আগের ট্যুরগুলোতে অস্ট্রেলিয়ায় এসে পূজারা খুব ভালো খেলেছিল। এখনও উচ্চমানের তরুণ ক্রিকেটাররা আসছে। বিশেষ করে ভারতীয় দলের হয়ে পারফর্ম করা সব সময়ই চাপের কাজ। অনেকেই অভিযান শুরু করতে চলেছে। সব মিলিয়ে প্রথম একাদশে ভালো প্লেয়াররাই থাকবে। তারা সকলেই খুব ভালো ক্রিকেটার।”

গতবারের অভিযানে তিন নম্বরে নামতেন পূজারা। এবার সেখানে নামার কথা ছিল শুভমান গিল। কিন্তু চোটের জন্য প্রথম ম্যাচে নামতে পারবেন না তিনি। অন্যদিকে ক্রিকেটার হিসেবে না থাকলেও সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্যকার হিসেবে থাকবেন পূজারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement